ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষে ৩ হাজার বেসামরিক লোক নিহত

প্রকাশিত: ০৫:৫৪, ২১ আগস্ট ২০১৭

পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষে ৩ হাজার বেসামরিক লোক নিহত

পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষে প্রায় তিন হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইআরসি) শনিবার এ কথা জানায়। এএফপি। পূর্ব ইউক্রেনে ২০১৪ সালের রাষ্ট্রীয় অভ্যুত্থানের প্রাক্কালে সশস্ত্র এ সংঘাত শুরু হয়। এক টুইটার পোস্টে রেডক্রস জানায়, পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘাতে ২ হাজার ৭শ’রও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) জানায়, ২০১৭ সালের প্রথম ছয়মাসে ইউক্রেনে অন্তত ৭৮ জন নিহত ও ৩শ’ ৬৩ জন আহত হয়েছে। বছর বছর যা ২৬ শতাংশ হারে বাড়ছে। বেসামরিক নাগরিকের প্রাণহানির প্রধান কারণ হিসেবে মর্টারের গোলার আঘাতকেই দায়ী করা হচ্ছে।
×