ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ॥ ৭০ বছর পর সন্ধান

প্রকাশিত: ০৫:৫৩, ২১ আগস্ট ২০১৭

মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ॥ ৭০ বছর পর সন্ধান

গবেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইন্ডিয়ানাপেলিসের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন। তারা শনিবার এ তথ্য জানিয়েছেন। জাপানি ডুবোজাহাজ থেকে টর্পেডো ছোড়া হলে জাহাজটিতে আগুন ধরে যায়। খবর- এএফপির জনসেবক ও মাইক্রোসপ্টের সহ-প্রতিষ্ঠাতা পল এ্যালেন বলেছেন, ফিলিপিন সাগরে ভূপৃষ্ঠ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার নিচে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। পল এ্যালেন এ গবেষণার নেতৃত্বে রয়েছেন। হিরোশিমায় ব্যবহৃত আনবিক বোমার বিভিন্ন অংশ পৌঁছে দেয়ার এক গোপন মিশন সম্পন্ন করার ঠিক পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দিনগুলোতে জাহাজটিকে আঘাত করা হয়। মার্কিন নৌবাহিনীর ইতিহাস দফতর বলেছে, জাহাজটি ঠিক ১২ মিনিটে ডুবে যায়। এর মানে, জাহাজটি কোন দুর্যোগ আভাস পাঠাতে পারেনি বা জীবন রক্ষা সরঞ্জাম মোতায়েনে ব্যর্থ হয়েছে। জাহাজের ১ হাজার ১শ’ ৯৬ নাবিক ও ম্যারিনের মধ্যে প্রায় ৮শ’ জন বেঁচে ছিলেন প্রাথমিকভাবে। কিন্তু হাঙ্গর উপদ্রুত সমুদ্রে শেষ পর্যন্ত বেঁচে ছিলেন মাত্র ৩শ’ ১৬ জন। তারাও ওই সময় জলশূন্যÑ তাও ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে ছিলেন। বেঁচে যাওয়া ৩শ’ ১৬ জনের মধ্যে আজও বেঁচে আছেন ২২ জন। এ্যালেন বলেন, ইউএসএস ইন্ডিয়ানাপেলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা সত্যিই বিনম্রের সৃষ্টি করে। জাহাজটির সন্ধান করার মধ্য দিয়ে এর সাহসী আরোহী ও তাদের পরিবারগুলোর প্রতি সম্মান দেখাতে সমর্থ হয়েছি। আমেরিকান হিসেবে আমরা সবাই ওই ভীতিকর পরিস্থিতির মুখে ক্রুদের সাহস, ধৈর্য ও আত্মোৎসর্গের জন্য তাদের প্রতি ঋণী ও কৃতজ্ঞ। তিনি বলেন, অবশিষ্ট ধ্বংসাবশেষ অনুসন্ধানের কাজ অব্যাহত থাকবে। আমার প্রত্যাশা, ঐতিহাসিক জাহাজটির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকে আগামী দিনগুলোতে এ অনুসন্ধানের সঙ্গে এক ধরনের নৈকট্য উপলব্ধি করবেন। তিনি তার টুইটারে জাহাজের নোঙ্গর ও ঘণ্টার চিত্রসহ ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
×