ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাননের অপসারণেও পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই

হোয়াইট হাউসে বিশৃঙ্খলা

প্রকাশিত: ০৫:৫৩, ২১ আগস্ট ২০১৭

হোয়াইট হাউসে বিশৃঙ্খলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টেফান কে ব্যানন হোয়াইট হাউস ত্যাগ করেছেন বটে কিন্তু তিনি সাত মাস ওই পদে থাকাকালে যেসব রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে তা সহজেই অবসান হচ্ছে না বলে ধারণা পাওয়া যাচ্ছে। প্রচলিত প্রথা ভঙ্গ করে ট্রাম্প তাকে ওই পদে বসিয়েছিলেন। ব্যানন ছিলেন ট্রাম্পের প্রধান স্ট্র্যাটিজিস্ট এবং তার জাতীয়তাবাদী ভাবধারার প্রধান অনুপ্রেরণা দানকারী। ট্রাম্প প্রশাসনে তার বিশেষ রাজনৈতিক প্রভাব ছিল। যে কারণে তার ওই পদে থাকা অবস্থায় দলের সঙ্গে হোয়াইট হাউসের দূরত্ব তৈরি হয়। কংগ্রেসে রিপাবলিকান দলের নেতৃত্বের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যখন দূরত্ব বাড়তে শুরু করেছে তখনও ব্যানন পরিস্থিতি স্বাভাবিক করার কোন চেষ্টা করেননি। মূলত, ট্রাম্পের ব্যবহার এবং শার্লটসভিল হামলার শ্বেতাঙ্গদের নিন্দা না করার মতো বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়েছে। ব্যাননকে অপসারণ করেছেন ট্রাম্পের সদ্য নিয়োগ দেয়া হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন এফ কেলি। কেলির এ পদক্ষেপকে হোয়াইট হাউসে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে কেলি আসলে কতটুকু কি পারবেন তা নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যেও সন্দেহ রয়েছে। কারণ ট্রাম্প এখনও টুইটারে যে রকম বিতর্কিত বক্তব্য রেখে চলেছেন তা বন্ধ করতে কেলি কিছুই করতে পারেননি। ট্রাম্প এখন নিউজার্সিতে নিজের গলফ কোর্সে অবকাশ যাপনের প্রায় শেষ পর্যায়ে রয়েছেন। তিনি সোমবার হোয়াইট হাউসে ফিরবেন, বিভিন্ন সময় বরখাস্ত করা উপদেষ্টাদের সঙ্গে তিনি তার স্বভাবসুলভ নিয়মে যোগাযোগ রেখে চলেছেন। অনেকের সঙ্গে তার এখনও রাতের বেলা কথা হয়। এর সবটুকু কেলি নজরদারি করতে পারেন না। ব্যানন শুক্রবার পদচ্যুত হওয়ার পর এটি নিশ্চিত করেছেন উগ্র রিপাবলিকান আদর্শ প্রচারকারী ব্রিটবার্ট নিউজ সাইটটি তিনি চালিয়ে যাবেন। পুরনো কর্মক্ষেত্রে তিনি আবার এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়ে ফিরেছেন। শনিবার ওয়াশিংটনে এক সাক্ষাতকারে ব্যানন রিপাবলিকান নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের উচিত কর, বাণিজ্য ও সীমান্তে দীর্ঘ দেয়াল নির্মাণের মতো ট্রাম্পের অগ্রাধিকামূলক কর্মসূচীগুলো স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করা। অন্যথায় তারা ব্রিটবার্টসহ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের তোপের মুখে পড়বে। তিনি বলেন, রিপাবলিকানরা যদি নিজেদের পরিকল্পনা বাদ দিয়ে প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ হয় তবে পুরো রিপাবলিকান পার্টি একটি সুখী পরিবারে পরিণত হবে। তিনি এটিও বলেন, বর্তমানে পরিস্থিতিতে তিনি সে রকম কিছু আশা করেন না। তিনি মনে করেন, ট্রাম্পের অগ্রাধিকারগুলো নিয়ে রিপাবলিকান দলে এখন যে অস্থিরতা দেখা দিয়েছে তা অব্যাহত থাকবে। ব্যাননের বিদায়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। শনিবার টুইট বার্তায় তিনি বলেন, ব্যানন ‘চতুর হিলারি ক্লিনটনের’ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময় থেকে তাকে সহযোগিতা করে এসেছেন। ট্রাম্প আশা প্রকাশ করেন ব্রিটবাট নিউজ এখন আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে তাদের বক্তব্য প্রচার করবে। মূলধারার গণমাধ্যমগুলো ভুয়া সংবাদ প্রচার করে, ট্রাম্প এটি সবসময় বলে এসেছেন। তাই সর্বসাধারণকে সঠিক খবরটি দেয়ার জন্য ব্যানন তার নিউজ সাইটইট আরও ভালভাবে কাজে লাগাবেন এটাই ট্রাম্পের প্রত্যাশা। ব্যাননের বন্ধু এবং আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ম্যাট শালপ বলেন, ‘আমার মনে হয় ব্যানন এখন প্রতিপক্ষের বিরুদ্ধে তার ওয়েবসাইটটির মাধ্যমে আক্রমণ আরও জোরদার করবেন।’ নিউজম্যাক্স মিডিয়ার প্রধান নির্বাহী এবং ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো গলফ ক্লাবের সদস্য ক্রিস্টোফার রুডি বলছেন, ট্রাম্প যদি আপনাকে একবার পছন্দ করে ফেলে তবে আপনি তাকে পুরোপুরি ত্যাগ করে যেতে পারবেন না। হয় আপনি তার কাছের ঘনিষ্ঠদের একজন এবং দূরবর্তী পরিচিতজনদের একজন হবেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, কেলি যে রকম চাচ্ছিলেন, যেমন চাচ্ছিলেন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যাননকে অপসারণ করা জরুরী হয়ে পড়েছিল। ব্যাননের কাজের ধারা ছিল অনেকটা প্রথাবিরোধী।ওয়াশিংটন পোস্ট
×