ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের শোক দিবস পালন

প্রকাশিত: ০৫:৪৯, ২১ আগস্ট ২০১৭

 জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের শোক দিবস পালন

জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ (বি-১৯০২) সিবিএর উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৭ প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়। কেন্দ্রীয়ভাবে সংগঠনের প্রধান কার্যালয় ৯/বি, মতিঝিল বা/এ ঢাকায় কর্মসূচীর মধ্যে ছিল কোরানখানি। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, এমপি। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, সাবেক চেয়ারম্যান এএসএমএ আলমগীর কবির, সদস্য প্রশাসন মোঃ জহুরুল হক, সদস্য পরিকল্পনা ও উন্নয়ন আজহারুল ইসলাম। তারা সকলেই আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং বঙ্গবন্ধু ও তাঁর কর্মময় জীবন সম্পর্কে বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যÑ রাখেন জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ, সিবিএ ও বাংলাদেশ বিদ্যুত শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া। বক্তব্য রাখেনÑ পিজিসিবি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি আবদুল হাই, জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ (বি-১৯০২) সিবিএর যুগ্ম সম্পাদক সৈয়দ সিরাজ আলী, ফরিদুল ইসলাম প্রমুখ। প্রধান বক্তা তার বক্তব্যে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে হোল্ডিং কোম্পানি করার জন্য বিদ্যুত মন্ত্রণালয়ের সঙ্গে বিউবোর্ডের স্বাক্ষরিত চুক্তি দ্রুত বাস্তবায়নসহ আগামী ঈদ-উল-আযহার আগে টার্গেট বোনাস প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান। তিনি ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নেয়ার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
×