ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তরুণদের মেধার স্বীকৃতি

ফের শুরু হচ্ছে ‘রাইজ হাই বাংলাদেশ’ ক্যাম্পেন

প্রকাশিত: ০৫:৪৯, ২১ আগস্ট ২০১৭

ফের শুরু হচ্ছে ‘রাইজ হাই বাংলাদেশ’ ক্যাম্পেন

স্টাফ রিপোর্টার ॥ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই তরুণদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ ও উদ্ভাবনী আইডিয়ার স্বীকৃতি দিতে শুরু হচ্ছে ‘রাইজ হাই বাংলাদেশ’ ক্যাম্পেইনের দ্বিতীয় সেশন। গত বছর এর প্রথম সেশন অনুষ্ঠিত হয়। আর রফতানির ক্ষেত্রে সেরা আইডিয়া দিয়ে চ্যাম্পিয়ন হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর একটি দল ঘুরে এসেছে মালয়েশিয়া থেকে। প্রচলিত রফতানি পণ্যের বাইরে আর অন্য কোন পণ্য রফতানি করা সম্ভব কিনা সে ধারণা তুলে আনতেই গত বছর থেকে ‘রাইজ হাই বাংলাদেশ’ নামে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার অংশ নেয়ার নিয়ম কানুন এ বছরও একই থাকছে। এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশীয় পণ্যের উদ্ভাবনী ও সম্ভাবনাময় রফতানি ধারণা জমা দিতে পারবেন। রবিবার দুপুরে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ক্রাউন সিমেন্ট ও দি ডেইলি স্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের রফতানিকারক পণ্যের প্রকৃতচিত্র আন্তর্জাতিক অজ্ঞনে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লি. এর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আল হাসান বলেন, গত বছর আমরা ডেইলি স্টারের সঙ্গে এটি চালু করি। খুব সাড়াও পেয়েছি।
×