ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৫:৩৪, ২১ আগস্ট ২০১৭

যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট খান টিপু সুলতানের দাফন সম্পন্ন হয়েছে। যশোরে এবং মনিরামপুরে জানাজা শেষে লাশ নেয়া হয় খুলনার ডুমুরিয়ার গ্রামের বাড়ি। সেখানে রাতে তার লাশ দাফন করা হয়। এর আগে ঢাকায় দুই দফা জানাজা শেষে রবিবার বিকেলে হেলিকপ্টারে তার লাশ যশোরে নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে লাশ নেয়া হয় যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার বাসায়। সেখান থেকে নেয়া হয় যশোর ঈদগাহ ময়দানে। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইনজীবী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দরা অংশ নেন। এর পর লাশ নেয়া হয় গাড়িখানা রোডের যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর পর লাশ নেয়া হয় মনিরামপুরে। সেখানে আরেক দফা জানাজা শেষে লাশ নেয়া হয় খুলনার ডুমুরিয়ার ধামালিয়া গ্রামে। সেখানে আর এক দফা জানাজা শেষে লাশ দাফন করা হয়। টিপু সুলতান শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সেন্ট্রাল হসপিটালে মারা যান। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে গত মঙ্গলবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার থেকে তাকে আইসিইউতে রাখা হয়। রাষ্ট্রপতির শোক ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট খাঁন টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসসর। রবিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, টিপু সুলতানের ইন্তেকালে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধাকে হারাল।’ রাষ্টপ্রতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
×