ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদযাত্রায় বড় বিড়ম্বনার আশঙ্কা

সারাদেশে ৪১ পয়েন্টে সড়ক যোগাযোগ নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ০৫:৩৩, ২১ আগস্ট ২০১৭

সারাদেশে ৪১ পয়েন্টে সড়ক যোগাযোগ নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ বন্যায় ভেঙ্গে যাওয়া মহাসড়ক এবার ঈদ যাত্রার বড় বিড়ম্বনা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারাদেশের অন্তত ৪১ পয়েন্টের সড়ক যোগাযোগ নিয়ে চিন্তায় রয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ও। কোরবানির ঈদের খুব বেশি দেরি না থাকলেও মহাসড়ক সংস্কার তো দূরের কথা উল্টো বন্যার তোড়ে উত্তরাঞ্চলের কোন কোন সড়ক ভেসে গেছে। এতে ঈদে সব থেকে বেশি মানুষের ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। রেলওয়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। যদিও টাঙ্গাইলে রবিবার একটি রেলসেতুর একপাশের মাটি ধসে পড়ায় উত্তর আর দক্ষিণ-পশ্চিমের রেল যাত্রীদের দুশ্চিন্তা যোগ হয়েছে। রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় দেশর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২৩ পয়েন্টে এক থেকে তিন কিলোমিটার এখনও পানিতে ডুবে আছে। এছাড়া বন্যার পানির প্রবল তোড়ে ভেসে গেছে উত্তরাঞ্চলসহ বিভিন্ন সড়ক-মহাসড়কের ১৮ স্থানের সড়কাংশ। বৈঠকে বলা হয় সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী রাখতে কাজ চলছে। বৃষ্টি না হলে ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সড়কসমূহ যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাশেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মহাসড়কের ওপর কিংবা পাশে কোরবানির পশুরহাট বসানো যাবে না এবং ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু বহন করা যাবে না। মন্ত্রী বলেন, ঈদযাত্রায় চাপ কমাতে গার্মেন্টস অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন দিনে ছুটি দেয়ার জন্য বিজিএমইএকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশন চব্বিশ ঘণ্টা খোলা রাখার বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, যানজট এড়াতে ঈদের আগে তিন দিন ট্রাক, লরি, কাভার্ডভ্যানসহ ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রী সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। এছাড়া ঈদযাত্রায় পরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মহানগরীর বিভিন্ন টার্মিনালে ভিজিলেন্স টিম কার্যকর থাকবে বলে জানান ওবায়দুল কাদের। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদসহ মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থার মাঠ পর্যায়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে রবিবার থেকে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এদিন ৩২টির মধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠানের কাউন্টার খুলেছে। টিকেট প্রত্যাশীদের ভিড় লঞ্চঘাটে চোখে পড়েনি। বিক্রেতারা বলছেন, টিকেটও তেমন বিক্রি হয়নি। এমভি শাহরুখ লঞ্চের কর্মী বেলাল হোসেন বলেন, বিক্রি শুরু হলেও এখনও চাপ বাড়েনি। তবে তিনি আশা করেন দু’এক দিনের মধ্যে যাত্রীর চাপ বাড়বে। পারাবত লঞ্চের কর্মকর্তা বিপুল কান্তি বসু বলেন, অনলাইনে তাদের বেশি টিকেট বিক্রি হয়। আজ সকালে ২৮ তারিখের মাত্র চারটি টিকেট অনলাইনে বিক্রি হয়েছে। নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, সরকারের ঘোষণার পরও সব প্রতিষ্ঠানের কাউন্টারে টিকেট বিক্রি হচ্ছে না। কয়েকটি প্রতিষ্ঠানের কাউন্টারে শুধু টিকেট বিক্রি চলছে। যেসব প্রতিষ্ঠান কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি করছে না, তাদের তালিকা করা হচ্ছে। এদিকে রবিবারও বাস আর ট্রেনের অগ্রিম টিকেট কাটার জন্য কাউন্টারে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
×