ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেরো বছর ধরে স্পিন্টারের ক্ষত বয়ে বেড়াচ্ছে রেণু

প্রকাশিত: ০৫:৩১, ২১ আগস্ট ২০১৭

তেরো বছর ধরে স্পিন্টারের ক্ষত বয়ে বেড়াচ্ছে  রেণু

বাবুল হোসেন ময়মনসিংহ থেকে জানান, বিএনপি-জামায়াত জোট সরকার মেয়াদে ২০০৪ সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার সময় বোমার স্পিন্টারের গুরুতর আহত শেরপুর জেলার নকলা থানা মহিলা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের তৃণমূল নেত্রী উম্মে কুলসুম রেণুকে মৃত ভেবে লাশের সারির সঙ্গে রাখা হয়েছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বারান্দায়। খবর পেয়ে রেণুর ছোট বোন জান্নাতুল ফেরদৌসী স্বজনদের সঙ্গে নকলা থানার কাজাইকাটা গ্রাম থেকে ঢাকা মেডিক্যালে গিয়ে এমন দৃশ্য দেখেন। পরে রেণুর কাছে গিয়ে গোঙানির শব্দ ও হাত-পা নড়াচড়া দেখে কর্তব্যরত চিকিৎসকদের ডেকে নিলে বেঁচে আছেন নিশ্চিত হয়ে চিকিৎসকরা ফের রেণুকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে আসেন। ঢাকা মেডিক্যালে ও একটি প্রাইভেট হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসা শেষে জ্ঞান ফিরে পান রেণু। এর পর দীর্ঘ ১৩ বছর দেশে ও বিদেশে চিকিৎসা নিলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন না তিনি। তারপরও শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে ঢাকা মহানগর ও নকলা স্থানীয় আওয়ামী লীগের প্রতিটি সভা-সমাবেশে সরব থাকছেন তৃণমূলের এই জনপ্রিয় নেত্রী। রবিবার বিকেলে ঢাকা থেকে শেরপুরের নকলা গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় উম্মে কুলসুম রেণু জানান এসব তথ্য।
×