ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের মুল কারিগর ছিলেন জিয়া ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৩০, ২১ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের মুল কারিগর ছিলেন জিয়া ॥ হানিফ

ইবি সংবাদদাতা ॥ ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের মূল কারিগর, মূল চক্রান্তকারী, মূল খুনী ছিলেন জিয়াউর রহমান।’ রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার অজস্র প্রমাণ তিনি নিজেই রেখে গেছেন। তিনি হত্যাকারীদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত ও পুনর্বাসন করেছিলেন। আলোচনা সভায় ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।
×