ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগ সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২৯, ২১ আগস্ট ২০১৭

বিচার বিভাগ সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে ॥ তোফায়েল

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব ক্ষমতার অধিকারী জনগণ। সেই জনগণের নির্বাচিত জাতীয় সংসদ নাকি অপরিপক্ব। এ ধরনের মন্তব্যের মাধ্যমে জাতীয় সংসদকে অপমান করা হয়েছে। বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ-স্বজন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি ২১ আগস্টের বোমা হামলায় হাওয়া ভবনকে দায়ী করে বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই ষড়যন্ত্র শুরু করে। ’৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাইরে থাকায় তারা বেঁচে যান। সেই ধারাবাহিকতায় ২১ আগস্টের বোমা হামলা হয়। হাওয়া ভবন থেকেই সবকিছু করা হয়েছিল। শীঘ্রই হামলাকারী ও দায়ীদের বিচার করা হবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আরও বক্তব্য রাখেনÑ নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ কর্মী রাশিদা আক্তার রূমা প্রমুখ। যুবলীগ হলো স্ট্রাইকিং ফোর্স-প্রবাসী কল্যাণমন্ত্রী ॥ ছাত্রলীগ হলো ইনফেন্টট্রি ডিভিশন আর যুবলীগ হলো স্টাইকিং ফোর্স এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রবিবার শিল্পকলা একাডেমিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত সংবাদচিত্র প্রর্দশনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইনফেন্টট্রি ডিভিশন (ছাত্রলীগ) তারা রাস্তা করবে এবং যুবলীগ সেই রাস্তা ব্যবহার করেই আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্যই যুবলীগ হলো স্টাইকিং ফোর্স। এ ফোর্স যদি গতি হারায় তাহলে গতিহারা নদী যেমন মরে যায়, তেমনি দলও দুর্বল হবে। তিনি বলেন, যতদিন শেখ হাসিনা এ দেশের কর্ণধার থাকবে, ততদিন দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারীরা কোনদিনই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ ছাত্রলীগ এবং যুবলীগ স্টাইকিং ফোর্স, তারা জানে কিভাবে কাজ করতে হয়। কোথায় আঘাত করতে হয়। এ জন্য আজকে যুবলীগের বড় দায়িত্ব সবচেয়ে বড় কর্তব্য হচ্ছেÑ তাদের ইউনিটি বজায় রাখা। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, আবদুস সাত্তার মাসুদ, জাকির হোসেন খান, যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।
×