ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশিত: ০৮:২৪, ২০ আগস্ট ২০১৭

রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পূর্ব রাজাবাজারের আমতলা এলাকায় গভীর রাতে পুলিশ একটি বাড়ি ঘিরে রাখার খবর পাওয়া গেছে। শনিবার রাত বারোটার পর ওই বাড়িটি ঘিরে রাখার খবর পাওয়া যায়। তবে জঙ্গী সন্দেহে ওই এলাকায় কোন বাড়ি ঘিরে রাখা হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকাটি শেরে বাংলা নগর থানার আওতাধীন হলেও গভীর রাতে ওই থানার সংশ্লিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জনকণ্ঠকে জানান, এটি পুলিশের নিয়মিত অভিযান। অন্যান্য স্থানেও একইভাবে অভিযান চলছে। রাজাবাজারের আমতলা এলাকার এক বাসিন্দা সূত্রে জানা গেছে, রাত বারোটার পর থেকে ওই এলাকায় পুলিশের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে রাত একটার দিকে তিনি জানান, সাড়ে বারোটার দিকে তার বাসার সামনের গলিতে ৪০ থেকে ৫০ সদস্যের পুলিশের একটি টিম লক্ষ্য করা গেলেও বর্তমানে সেখানে পুলিশের উপস্থিতি নেই। ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জনকণ্ঠকে বলেন, জঙ্গী সন্দেহে বিভিন্ন বাড়িতে নিয়মিত ব্লক রেইড পদ্ধতিতে অভিযান চলছে। তবে জঙ্গী আস্তানার কোন সন্ধান পাওয়া যায়নি।
×