ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের ইন্তেকাল

প্রকাশিত: ০৮:০৬, ২০ আগস্ট ২০১৭

যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট খান টিপু সুলতান আর নেই। শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আওয়ামী লীগের প্রবীণ এই নেতার মৃত্যুতে যশোরে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খান টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে জাতি এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নিবেদিতপ্রাণ এক নেতাকে হারাল। শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টায় খান টিপু সুলতানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ প্লাজায়। এরপর মরদেহ নেয়া হবে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর জানাজা শেষে লাশ নেয়া হবে যশোরে। বাদ আসর যশোর শহরে জানাজা শেষে মরদেহ নেয়া হবে মরহুমের সংসদীয় এলাকা মণিরামপুরে। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে লাশ নেয়া হবে তার জন্মস্থান খুলনার ডুমুরিয়া উপজেলায়। বাদ এশা ডুমুরিয়ায় জানাজা শেষে সেখানে তার লাশ দাফন করা হবে। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত বুধবার রাজধানীর ধানম-ির সেন্ট্রাল হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। চিকিৎসকরা শনিবার রাত সাড়ে ৯টায় তার লাইফ সাপোর্ট খুলে দেন ও তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও এ্যাডভোকেট খান টিপু সুলতান ভারতে একসঙ্গে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন। পরে দেশে ফিরে টিপু সুলতান কয়েকটি স্থানে সম্মুখযুদ্ধে অংশ নেন। ১৯৫০ সালে জন্ম নেয়া বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭২ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়াও ৬৯, ৭০ ও ৭১ সালে তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন।
×