ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’

প্রকাশিত: ০৬:৩১, ২০ আগস্ট ২০১৭

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’

স্টাফ রিপোর্টার ॥ কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিকের কবিতা ‘জল ও পানি’ অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’। মাসুদ পথিকের এই কবিতাটি ‘চাষার বচন’ গ্রন্থে স্থান পেয়েছে। আর এ কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক সোহেল রানা বয়াতি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল। এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ পাপড়ি, আ স ম হাসানুজ্জামান, মাস্টার আপন প্রমুখ। চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা। বরিশালের প্রত্যন্ত গ্রামে ‘জল ও পানি’ চলচ্চিত্রের চিত্রায়ণ হয়েছে। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন- কবিতার মতো চলচ্চিত্রেও সহজ-সরল ও কাব্যিক চিত্রে কাজটি উপস্থাপন করতে চেয়েছি। চলচ্চিত্রে সাম্প্রদায়িক মনস্তত্ত্বের গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রতিটি চিত্র বাস্তব করে তোলার সকল চেষ্টা করেছি। নির্মাতা জানান ‘জল ও পানি’ চলচ্চিত্রটি নিয়ে তিনি বিভিন্ন উৎসবে অংশ নেবেন। পরিচালক সোহেল রানা বয়াতি নান্দনিক নাট্য সম্প্রদায়ের একজন কর্মী। দলের ‘বাহাদুর শাহ’, ‘নৃপতি’, ‘শাস্তি’ প্রভৃতি প্রযোজনার মঞ্চ ব্যাবস্থাপক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মঞ্চে অভিনয়ও করেন তিনি। সেই অভিজ্ঞতায় তিনি মাসুদ পথিকের সহকারী হিসেবে ‘নেকাব্বরের মহা প্রয়াণ’, ‘মায়া’, ‘কবিগাছ’ ও ‘লাশকাটা ঘর’ চলচ্চিত্রের কাজ করেছেন। এছাড়া তিনি আরও কয়েটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। সমমনা কয়েকজন তরুণ মিলে তারা সিনেমাছি নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই হাউস থেকে তাদের বেশ কিছু কাজ আসছে বলে জানিয়েছেন তিনি।
×