ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিভিতে ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৬:৩১, ২০ আগস্ট ২০১৭

বিটিভিতে ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’ আজ বেলা ২-৪০ মিনিটে বিটিভিতে প্রচার হবে । অনুষ্ঠানটি পরিকল্পনা গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। সমকালীন ও কালজয়ী বিশ্বসাহিত্যের বিভিন্ন দিক এবং সাহিত্যিকদের জীবন ও কর্ম তুলে ধরার জন্য পরিকল্পিত হয়েছে এ অনুষ্ঠান। একই সঙ্গে বাংলাদেশের সাহিত্যে সেসবের প্রভাব শনাক্তিরও প্রয়াস থাকছে এতে। এবারের বিষয় সুফি সাহিত্য ও সুফি গান। সুফিবাদ হলো ইসলামী আধ্যাত্মিক দর্শন। আত্মা সম্পর্কিত আলোচনার মুখ্য বিষয়। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপনই হলো এই দর্শনের মর্মকথা। সুফিবাদ উৎকর্ষ লাভ করে পারস্যে। সেখানকার প্রখ্যাত সুফি-দরবেশ, কবি-সাহিত্যিক এবং দার্শনিকগণ নানা শাস্ত্র, কাব্য ও ব্যাখ্যা-পুস্তক রচনা করে এই দর্শনকে সাধারণের নিকট জনপ্রিয় করে তোলেন। অনুষ্ঠানে থাকছে সুফি সাহিত্যের পরিচিতিমূলক রচনার পঠন। ঘূর্ণিনাচসহ ইরানী শিল্পীর কণ্ঠে রুমির গান (বাংলা লিরিকযুক্ত)। রুমি-শামসের বন্ধুত্ব, বিচ্ছেদ ও কালজয়ী সৃষ্টি নিয়ে মনোজ্ঞ আলাপ করেছেন লেখক-গবেষক সাব্বির হাসান নাসির। থাকছে হাফিজের কবিতার আবৃত্তি, বাংলার সুফি লালন ফকিরের গান। এছাড়া ‘চরণ চিত্রণ’ পর্বে কালজয়ী শিল্পী ভিনসেন্ট ভ্যানগগকে নিয়ে বলেছেন শিল্পী মাকসুদা ইকবাল নিপা। একই অনুষ্ঠান কাল সোমবার সন্ধ্যায় বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
×