ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছর পর গাইলেন মিতা হক

প্রকাশিত: ০৬:২৯, ২০ আগস্ট ২০১৭

দুই বছর পর গাইলেন মিতা হক

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রগানে নিবেদিত শিল্পী মিতা হক। সঙ্গীত সাধনাই যার জীবনের ব্রত। নিরলস চেষ্টা ও অদম্য ইচ্ছাকে আকড়ে ধরে যিনি এখনও সঙ্গীত সাধনা করে চলেছেন। রবীন্দ্রসঙ্গীতের অমিয় ধারায় নিজেকে শিক্ত করার পাশাপাশি অনেক শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তাঁর সঙ্গীত লব্ধ জ্ঞান। তিনি দীর্ঘ দুই বছর পর শুক্রবার বিকেলে খামখেয়ালী সভার ৪৩ আড্ডায় মেয়ে জয়িতার সঙ্গে যুগলবন্দিতে অংশ নিলেন। অসুস্থজনিত কারণে দীর্ঘদিন গান করতে পারেননি তিনি। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে কণ্ঠশীলন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাইলেন বরেণ্য এই শিল্পী। তিনি ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের পর উপস্থিত দর্শক-শ্রোতা তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে ‘রবীন্দ্র উপন্যাসে নারী স্বাতন্ত্র্যের ধারণারূপ’ শীর্ষক প্রবন্ধ উস্থাপন করেন সভার সদস্য এনাম-উজ-জামান বিপুল। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ সাহিত্য সৃষ্টি করেছেন। তাঁর লেখাকে শুধু সমাজতাত্ত্বিক কিংবা ঐতিহাসিক দৃষ্টিতে বিচার করলে চলবে না, তার নান্দনিক দিকটাকেও গুরুত্ব দিতে হবে। অধ্যাপক ড. শোয়াইব জিবরানের সভাপতিত্বে আড্ডা সঞ্চালনা করেন ড. মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য রাখেন খামখেয়ালী সভার সভাপতি মাহমুদ হাশিম।
×