ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কাস্টমসে মামলা থেকে ৭১ কোটি টাকা রাজস্ব আদায়

প্রকাশিত: ০৬:২১, ২০ আগস্ট ২০১৭

চট্টগ্রাম কাস্টমসে মামলা থেকে ৭১ কোটি টাকা রাজস্ব আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য আটকের ৭৩০টি মামলা থেকে অতিরিক্ত ৭১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৩৭০ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। যা ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০ কোটি ১০ লাখ ১১ হাজার ৬৩৩ টাকা বেশি। কাস্টমস থেকে প্রাপ্ততথ্য মতে, গত অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস মিথ্যা ঘোষণায় আনা পণ্যের ওপর ৭৩০টি মামলা করে। ২০১৬ এর জুলাই মাসে ৪০টি সাধারণ ও জিপি শিট মামলার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৫৪৬ টাকা, আগস্টে ৪৪টি মামলার বিপরীতে ৫ কোটি ৯২ লাখ ৪০৭ টাকা, সেপ্টেম্বরে ২৭টি মামলার বিপরীতে ৫ কোটি ২৯ লাখ ৭২ হাজার ১৯২ টাকা, অক্টোবরে ৪১টি মামলার বিপরীতে ২ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৯৩৫ টাকা, নবেম্বরে ৬০টি মামলার বিপরীতে ৫ কোটি ১১ লাখ ৬৭ হাজার ৭৯২ টাকা এবং ডিসেম্বরে ৭৩টি মামলায় ৪ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ৫০৯ টাকা। এদিকে গত অর্থবছরের শেষ ৬ মাস অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে ১০১টি মামলায় ৯ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৬৩১ টাকা, ফেব্রুয়ারিতে ৯১টি মামলায় ৮ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৮৫৪ টাকা, মার্চে ৮৬টি মামলায় ৯ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ৬৬১ টাকা।
×