ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে তুলা চাষে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জন

প্রকাশিত: ০৬:২০, ২০ আগস্ট ২০১৭

যশোরে তুলা চাষে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জোনে (যশোর, ঝিনাইদহ, কালীগঞ্জ, খুলনার বাটিয়াঘাটা, ডুমুরিয়া, পাটকেলঘাটা, ঝালকাঠি জেলার গাবখান, রাজাপুর, বরিশাল জেলার বাবুগঞ্জ, নিয়ে যশোর জোন) চলতি অর্থবছরে (২০১৭-১৮) ৩ হাজার ১শ’ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যশোরের চৌগাছা উপজেলায় ৫শ’ ১৫ হেক্টর, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ৬শ’ ৫০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ১শ’ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৫শ’ ১০ হেক্টর, শার্শা উপজেলায় ৪শ’ ৫০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৫শ’ ২০ হেক্টর, কেশবপুর উপজেলায় ১শ’ ৭০ হেক্টর, খুলনা জেলায় ১শ’ ১০ হেক্টর, ঝালকাঠি জেলার গাবখান উপজেলায় ৭৫ হেক্টর, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় ৭৫ হেক্টর ও বরিশাল জেলায় ২৫ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২ হাজার ১শ’ হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। কিন্তু অতিবর্ষণে অনেক স্থানে তুলা ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি সরে গেলে তলিয়ে যাওয়া ক্ষেত পুনরায় চাষ করা হবে বলে জানান যশোর জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দিন। প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, ক্ষতি এড়ানোর জন্য চারা উৎপাদন করে বপন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। প্রতি কেজি দেশি তুলার বীজ ২২ টাকা, হাইব্রিড বীজ ২ হাজার ৩শ’ ৫০ টাকা। যেসব চাষীরা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারীভাবে সাহায্য করা হচ্ছে। যেমন ঃ ঋণ সুবিধা বিনামূল্যে বীজ সরবরাহসহ কৃষকদের আনুসঙ্গিক সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানান প্রধান কর্মকর্তা কুতুব উদ্দিন। যশোর জোনাল অফিসের প্রধান কর্মকর্তা কুতুব উদ্দিন আরও জানান, আষাড় মাসের শেষ দিকে সারাদেশে তুলা চাষ শুরু হয়। আর শেষ হয় ভাদ্র মাসে। অতি বর্ষণের কারণে যে সব জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সব জমি চাষ করার এখনো সময় রয়েছে।
×