ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মদ্যপায়ী চেনাবে স্মার্টফোন

প্রকাশিত: ০৬:১৩, ২০ আগস্ট ২০১৭

মদ্যপায়ী চেনাবে স্মার্টফোন

ফোনে চ্যাট করার সময় ব্যবহারকারীর রক্তে এ্যালকোহল আছে কিনা পরীক্ষা করতে পারবে হাতে থাকা স্মার্টফোন। স্টাইলাস ব্যবহার করে এ পরীক্ষণ প্রযুক্তির পেটেন্ট করিয়েছে স্যামসাং। ‘এস পেন’ নামের স্টাইলাস স্যামসাংয়ের নোট সিরিজ স্মার্টফোনগুলোর সঙ্গে ছাড়া হয়। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, স্মার্টফোন দিয়ে রক্তের এ্যালকোহলের মাত্রা মাপার সময় এ স্টাইলাসকে একটি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা যেতে পারে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি এ নিয়ে একটি পেটেন্টের জন্য আবেদন করে। সম্প্রতি এ পেটেন্ট ইউএস পেটেন্ট এ্যান্ড ট্রেডমার্ক অফিস থেকে অনুমোদন পেয়েছে। নতুন পেটেন্টগুলো সবসময় হুবহু ব্যবহারের জন্যই করা হয় না। এ পেটেন্ট যদি হুবহু ব্যবহার করা হয়, তবে নতুন এ ফিচার এ্যালকোহলের কারণে দুর্ঘটনার সংখ্যা কমাতে সহায়তা করবে। একজন বিশেষজ্ঞের মতে, এ স্টাইলাসসহ নতুন মডেলগুলো বিশেষ কাজের উদ্দেশে আনা হতে পারে, সাধারণ গ্রাহকদের জন্য নয়। -কোরিয়া টাইমস
×