ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনা এড়াতে সেন্সর বানাবে এ্যাপল

প্রকাশিত: ০৬:১৩, ২০ আগস্ট ২০১৭

দুর্ঘটনা এড়াতে সেন্সর বানাবে এ্যাপল

গাড়ি দুর্ঘটনা এড়াতে নতুন প্রযুক্তি তৈরি করছে এ্যাপল। প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে ব্লুটুথ সেন্সর বানাচ্ছে প্রতিষ্ঠানটি যার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে গাড়িগুলো। ধারণা করা হচ্ছে- ব্লুটুথের মতো ছোট পরিধির তারবিহীন প্রযুক্তির সেন্সরগুলো আশপাশের পরিবেশ স্ক্যান করবে এবং অন্য গাড়ির সেন্সর ও জিপিএস ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করবে। এর মাধ্যমে চালকের ড্যাশবোর্ড পর্দায় এ্যাম্বুলেন্স বা অন্য গাড়ি পারাপার এবং অন্য বাধাগুলো দেখানো হবে। এ্যাপল এ প্রযুক্তির পেটেন্ট করলেও এটি যে বাজারে আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ বেশির ভাগ পেটেন্ট করা প্রযুক্তিই সরাসরি বাণিজ্যিকীকরণ করে না প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান টিম কুক ঘোষণা দেন স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরিতে বড় পরিসরে বিনিয়োগ করছে তারা। এর মধ্যে একটি মূল প্রযুক্তি হলো গাড়ি। এর আগে গাড়ির জন্য মোবাইল অপারেটিং সিস্টেম কারপ্লে বানিয়েছে এ্যাপল। -আইএএনএস
×