ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাহিন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:১২, ২০ আগস্ট ২০১৭

জাহিন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। অর্থনৈতিক রিপোর্টার ব্লক মার্কেটে সালভো কেমিক্যালের বেশি লেনদেন সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ১৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মিলে মোট ১৯ লাখ ৬৭ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ২০ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে সালভো কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আর হাত বদল হয়েছে ৯ লাখ শেয়ারের। দ্বিতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ লাখ ৫৯ হাজার ৭৮০টি শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৪২ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ছিল ইফাদ অটোস লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৮৫ হাজার শেয়ারের হাত বদল হয়েছে। অর্থনৈতিক রিপোর্টার
×