ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশে আগস্ট স্মরণে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’

প্রকাশিত: ০৬:১১, ২০ আগস্ট ২০১৭

একুশে আগস্ট স্মরণে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’

স্টাফ রিপোর্টার ॥ পঁচাত্তরের পনেরো আগস্টেরই যেন পুনরাবৃত্তি ঘটেছিল ২০০৪ সালের একুশে আগস্ট। সেদিনও বঙ্গবন্ধুর মতোই তার মেয়ে শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল হায়েনার দল। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর ওপর চালানো হয়েছিল গ্রেনেড হামলা। নেতা-কর্মীদের গড়া মানবপ্রাচীরে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। প্রাণ হারান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন সমাবেশে আসা শতাধিক নিরীহ মানুষ। চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। সেই নির্মম ঘটনাকে তুলে ধরা হবে শিল্পের আলোয়। স্থাপনাশিল্পের আশ্রয়ে বর্ণিত হবে বিভীষিকাময় সেই ঘটনার চিত্র। ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক এই স্থাপনাশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে শিল্পকর্মটি নির্মাণ করবেন ১৯ সদস্যের শিল্পীদল। শিল্পকর্মটির পরিকল্পনা করেছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। আগামী একুশে আগস্ট একইসঙ্গে স্থাপনাশিল্পটি নির্মাণের পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই বিভীষিকাময় সময়কে সাক্ষী করে ঠিক বিকেল ৫টা ২০ মিনিটেই এ আয়োজনের সূচনা হবে। ২০০৪ সালের একুশে আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটে ঘটেছিল ইতিহাসের কলঙ্কজনক সেই ঘটনা। সেই মর্মন্তুদ ঘটনাকে স্মরণ করিয়ে দেবে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শিরোনামের বিশাল কলেবরের স্থাপনাশিল্পটি। কাল সোমবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সূচনা হবে শিল্পযজ্ঞ নির্মাণ পর্ব। চলবে রাত ১০টা পর্যন্ত। শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চের পাশের উন্মুক্ত সড়কের দশ হাজার বর্গফুট জায়গাজুড়ে আলো ও শব্দের খেলার সঙ্গে নানা অনুষঙ্গে উদ্ভাসিত হবে স্থাপনাশিল্পটি। সাতটি স্তরে গড়া এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শনিবার শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তথ্য জানান কিউরেটর অভিজিৎ চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও চারুকলা বিভাগের পরিচালক চিত্রশিল্পী মনিরুজ্জামান। অভিজিৎ চৌধুরী জানান, সাতটি ভাগে ভাগ করে এ স্থাপনা শিল্পের ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা সবার সামনে তুলে ধরা হবে। শেখ হাসিনাকে বাঁচাতে গড়া মানবপ্রাচীর, রক্তের স্রোতধারা, পদচিহ্ন-প্রতিবাদ, হাঁটুর নিচ থেকে পা উড়ে যাওয়া আইভি রহমানের নিশ্চল দৃষ্টি, জজ মিয়া নাটক, আলামত উপস্থাপন ও বিভিন্ন হাসপাতালে নিহত আর আহতদের আহাজারির পাশাপাশি ‘বিহাইন্ড দ্যা গ্রেনেড’ নামের একটি ভিডিওচিত্রের মাধ্যমে সেদিনের বীভৎসতা তুলে ধরা হবে। লিয়াকত আলী লাকী বলেন, শিল্প সব সময়ই সত্য, সুন্দর কল্যাণের কথা বলে। সে কারণেই শিল্প শুধু শিল্পের জন্য নয়। তাই তো বারবার শিল্পের মাঝে উঠে আসে সামাজিক-রাজনৈতিক ঘটনাপ্রবাহ। অন্যদিকে দুর্যোগময় মুহূর্তে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখেন শিল্পীরা। সেই সুবাদে একুশে আগস্টের ঘটনাকে এবার মেলে ধরা হবে এই স্থাপনাশিল্পের মাধ্যমে। দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীর কাছেও শিল্পের আশ্রয়ে তুলে ধরা হবে সেই ঘটনার বীভৎসতা। ‘কথা, গান ও কবিতায় বঙ্গবন্ধু’ জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের সেমিনার কক্ষে ‘কথা, গান ও কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দ সৈনিক আশরাফুল আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার, আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মাসকুর-এ সাত্তার কল্লোল, ফয়েজুল আলম পাপ্্পু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। পাবলিশার্স ই-প্ল্যাটফর্মের উদ্বোধন দেশের সকল লেখক, প্রকাশক ও সৃজনশীল বইয়ের তথ্য নিয়ে তৈরি হয়েছে পাবলিশার্স ই-প্ল্যাটফর্ম শিরোনামের একটি তথ্যবহুল ডিজিটাল প্ল্যাটফর্ম। তিনটি ওয়েবসাইট নিয়ে তৈরি হয়েছে এই প্ল্যাটফর্ম। দেশের সকল সৃজনশীল প্রকাশকদের তথ্য নিয়ে ঢ়ঁনষরংযবৎং.পড়স.নফ, সৃজনশীল লেখকদের জন্য ধঁঃযড়ৎং.পড়স.নফ এবং সৃজনশীল বইয়ের তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট নড়ড়শং.পড়স.নফ। দেশের প্রায় দেড় শতাধিক সৃজনশীল প্রকাশকের বিবরণ, দুই হাজার লেখকের বিবরণ এবং আড়াই হাজার সৃজনশীল বইয়ের বিবরণ ওয়েবসাইটগুলোতে এন্ট্রি করা হয়েছে। শনিবার সন্দ্যায় রাজধানীর একটি হোটেলে দচঁনষরংযবৎং ঊ-চষধঃভড়ৎস’-এর উদ্বোধন করেন যৌথভাবে শিল্পী হাশেম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও জনপ্রিয় ঔপন্যাসিক আনিসুল হক। অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্বশীল শতাধিক লেখক, সাংবাদিক, সংস্কৃতিব্যক্তিত্ব ও সৃজনশীল প্রকাশক উপস্থিত ছিলেন। আমেরিকা ভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান আলফা নেটের প্রধান কর্মকর্তা আবু সুফিয়ান হায়দার ই-প্লাটফর্মের কারিগরি দিক ব্যাখ্যা করেন ভিডিও প্রজেক্শনের মাধ্যমে।
×