ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ভোক্তারা আস্থার প্রতিটি সূচকেই এগিয়েছে

প্রকাশিত: ০৬:০৬, ২০ আগস্ট ২০১৭

বাংলাদেশের ভোক্তারা আস্থার প্রতিটি সূচকেই এগিয়েছে

বাংলাদেশের ভোক্তাদের আত্মবিশ্বাস এখন অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি। আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা মাস্টারকার্ডের জরিপে দেখা যায়, প্রথমার্ধে বাংলাদেশের ভোক্তাদের আত্মবিশ্বাসের সূচক ছয় মাস আগের চেয়ে ৬ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৮৯ দশমিক ৪-এ উন্নীত হয়েছে, যা ২০১৪ সালে জরিপটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির পর সর্বোচ্চ। প্রথমার্ধে সূচকের পাঁচটি উপাদানেই এগিয়েছে বাংলাদেশ। এপ্রিল-জুন সময়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মোট ১৮টি দেশের নয় হাজারের বেশি ভোক্তার মতামতের ভিত্তিতে পরিচালিত ওই জরিপে দেখা যায়, কম্বোডিয়া ও ভিয়েতনাম ছাড়া জরিপভুক্ত অন্য যে কোন দেশের তুলনায় বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশের ভোক্তারা। জরিপে পরবর্তী ছয় মাস নিজ দেশের অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ, নিয়মিত আয়ের সম্ভাবনা, শেয়ারবাজারের অবস্থা ও জীবনযাত্রার মান সম্পর্কে ১৮-৬৪ বছর বয়সী ভোক্তারা কী ভাবছেন, তা জানতে চাওয়া হয়। শূন্য থেকে ১০০ নম্বরের ভিত্তিতে সূচকের পয়েন্ট হিসাব করা হয়। এর মধ্যে শূন্য চরম হতাশা আর ১০০ সর্বোচ্চ আশাবাদ নির্দেশ করে। সূচক ৪০-৬০-এর মধ্যে থাকলে ভোক্তাদের আত্মবিশ্বাস স্বাভাবিক বা গড়পড়তা বলে ধরে নেয়া হয়। গতকাল মাস্টারকার্ডের সিঙ্গাপুর কার্যালয় থেকে প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের উত্তরদাতারা প্রতিটি ক্ষেত্রেই ২০১৬ সালের শেষ ছয় মাসের তুলনায় বেশি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ছয় মাসের ব্যবধানে আস্থা সবচেয়ে বেশি বেড়েছে শেয়ারবাজার নিয়ে। মাস্টারকার্ডের ভোক্তা আস্থার এ উপসূচক ৫৯ দশমিক ৯ থেকে ৭৪ দশমিক ৯-এ উন্নীত হয়েছে। অন্যদিকে বাকি চারটি উপসূচকই ৯০ ছাড়িয়েছে। পূর্ববর্তী অর্ধবার্ষিকে সামষ্টিক অর্থনীতি ছাড়া কোন উপসূচকই এ সীমা স্পর্শ করেনি। অর্থনীতি ডেস্ক
×