ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোবট নৃত্যে রেকর্ড

প্রকাশিত: ০৬:০৩, ২০ আগস্ট ২০১৭

রোবট নৃত্যে রেকর্ড

ঘরকন্না থেকে শুরু করে শ্রেণীকক্ষে পাঠদান, রোগীর শরীরে অস্ত্রোপচার এমনকি সাংবাদিকতা সব জায়গায়ই রোবটের সফল উপস্থিতি। তবে নাচের মঞ্চ থেকেই বা বাদ যাবে কেন এ যন্ত্র মানব। হ্যাঁ, এবার নাচের মঞ্চেও রোবটের উপস্থিতি দেখা গেছে। শুধু কি তাই? নেচে গিনেজ বুকে নামও তুলেছে রোবট। সম্প্রতি চিনের গুয়াংডঙের গুয়ানঝু শহরে একদল রোবট নৃত্য পরিবেশন করে। এই দলীয় নৃত্যে পাক্কা ১০ হাজার ৬৯টি রোবট অংশ নেয়। রোবটগুলোর নাম দোবি। চীনের প্রখ্যাত রোবট নির্মাতা প্রতিষ্ঠান ডব্লিউএল ইন্টেলিজেন্ট টেকনোলজি কোম্পানি এ রোবটগুলো তৈরি করেছে। নাচের পাশাপাশি রোবটগুলো ‘দা তাই চি’ বলে গানও গেয়েছে। কিছু রোবট নাচের সময় পড়ে গেলেও বাকিগুলো ভালোয় ভালোয় নৃত্যানুষ্ঠান শেষ করে। এরপর গিনেজের রেকর্ড বইয়ে নাম উঠে। কারণ এর আগে এতগুলো রোবট এক সঙ্গে নাচেনি। খবরে বলা হয়েছে, এ রোবটগুলোকে একটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে পরিচালনা করা হয়। রোবটের এ নৃত্যানুষ্ঠান দেখতে মাঠের চারপাশে কয়েক হাজার লোক উপস্থিত ছিল। অবশ্য রোবট নৃত্যের এ রেকর্ড এতদিন ডব্লিউএল ইন্টেলিজেন্ট টেকনোলজির দখলেই ছিল। গত বছর এক সঙ্গে এক হাজার ৭টি রোবটকে একসঙ্গে নাচিয়ে রেকর্ড গড়ে এ কোম্পানি। -ইউপিআই ও সিনহুয়া নিউজ অবলম্বনে।
×