ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ানরা টাইগারদের স্পিন আতঙ্কে

প্রকাশিত: ০৫:৫৯, ২০ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ানরা টাইগারদের স্পিন আতঙ্কে

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম- এ তিন স্পিনার মিলে ইংল্যান্ডকে ধসে দিয়েছিলেন। তাদের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়েছিল ইংল্যান্ড। টাইগারদের স্পিন আতঙ্কে পুরো বিশ্বই ভীত! অস্ট্রেলিয়াও সেই আতঙ্কে আছে। অসি অধিনায়ক স্টিভেন স্মিথই অস্ট্রেলিয়ানদের সেই আতঙ্কের ইঙ্গিত দিয়েছেন। এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দু’দিনের যে প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল তা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। ২২-২৩ আগস্ট নির্ধারিত দু’দিনের এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু ছিল বিকেএসপি। কিন্তু জানা গেছে নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচ আর হচ্ছে না। ফলে ম্যাচের পরিবর্তে মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ সফরে আসা অসি ক্রিকেটাররা। শুক্রবার রাতে ঢাকায় পা দিয়ে শনিবারই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আসেন। জিম করেন। স্টেডিয়ামে ঢুকেই শুরুতে ক্রিকেটাররা উইকেট দেখেন। স্মিথ তো অনেকক্ষণ ধরে উইকেটের দিকে তাকিয়ে থাকলেন। এই উইকেটেই যে ২৭ আগস্ট প্রথম টেস্ট দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সেই টেস্টই তো ভয়ে রেখেছে স্মিথদের। এ স্টেডিয়ামেই যে সর্বশেষ টেস্টটিতে গত বছর অক্টোবরে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এই টেস্টে যদি অস্ট্রেলিয়া বিপাকে পড়ে যায় তাহলে ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টেস্টেও তো বিপদ থাকবে। আর সেই বিপদ অস্ট্রেলিয়ার ঘাড়ে দিতে পারে বাংলাদেশ স্পিনাররাই। তাইতো স্মিথ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পুরো সিরিজজুড়ে স্পিন অনেক বড় ভূমিকা রাখবে।’ স্মিথদেরও দুই স্পিনার আছেন। এ্যাস্টন এ্যাগার ও নাথান লিয়ন। এ দুই স্পিনারও বিপদ আনতে পারেন। সঙ্গে স্মিথ নিজেও স্পিন করেন। আবার গ্লেন ম্যাক্সওয়েলও স্পিনে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারেন। স্মিথেরও সেই হিসেবে একটু সাহস থাকার কথা। সাহস আছেও। কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশ স্পিনাররা এতটাই ভয়ঙ্কর যে স্মিথ তাতে আতঙ্কে আছেন। স্মিথ বলেছেন, ‘আমার মনে হচ্ছে দারুণ একটি সিরিজ হবে। বাংলাদেশ এখানে অনেক ভাল দল। আমি কাউকে ফেবারিট বলতে পারছি না। তবে আমরা আত্মবিশ্বাসী। আমাদের স্কিলে ভরসা আছে। আমরা যদি ঠিকমতো খেলতে পারি ভাল একটি সিরিজ হবে।’ কিন্তু কিভাবে? উপমহাদেশে অস্ট্রেলিয়া দলের যে বেহাল দশা। গত ১০ বছরে মাত্র দুইবার জিততে পেরেছে অসিরা। হারের পাল্লা ভারি। এবার সেই দুঃস্মৃতি দূর করতে চান স্মিথ, ‘এখন সুযোগ তা পরিবর্তন করার। ভারতে ভাল কিছু করেছিলাম। আমাদের শুধু দরকার ধারাবাহিকতা। আমাদের স্কিল দেখানোর সময় এসেছে। আমরা কি শিখেছি তা দেখাতে হবে। আশা করছি সেরাটাই দেখাতে পারব।’ সঙ্গে যোগ করেন ‘অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। এখানে বাংলাদেশ অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে। তারা ইংল্যান্ডকে হারিয়েছে। খুব বেশি দিন হয়নি। আমরা ভারতে খেলে যা শিখেছি তা কাজে লাগাতে চাই।’ স্পিনের সঙ্গে ব্যাটিং নিয়েও স্মিথদের জ্বালা আছে। বাংলাদেশ দলের ব্যাটিংয়ে যে আছেন অভিজ্ঞ তিন ব্যাটসম্যান সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবাল। এ তিন ক্রিকেটারকে বিপজ্জনক বলেছেন স্মিথ, ‘তারা অনেক ক্রিকেট খেলেছে। তারা বিপজ্জনক।’
×