ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ॥ শোক দিবসের আলোচনা সভা

প্রকাশিত: ০৫:৫৯, ২০ আগস্ট ২০১৭

ক্যাম্পাস সংবাদ॥ শোক দিবসের আলোচনা সভা

শোক, শ্রদ্ধা আর ভালবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজধানীর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ উপলক্ষে ১৫ আগস্ট দিনের কর্মসূচীর মধ্যে ছিলÑশোকের প্রতীক কালো ব্যাজ ধারণ, কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শোকাবহ দিনের স্মরণে বিশেষ আলোচনা সভা। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গবর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। আলোচনায় অংশগ্রহণ করে আত্মার চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যভিত্তিক কথা বলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার ম-ল, প্রভাষক শেখ শামীমা রহমান শ্যামলী, সহকারী শিক্ষক হামিদুর রহমান এবং কলেজের শিক্ষার্থী শ্রেয়া চাকমা, মাহমুদা আক্তার ও বসন্ত বিকাশ চাকমা। আলোচনা সভার প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা চেতনার জমিনে বপন করতে হবে। তিনি দেশরক্ষার কাজে আত্মনিবেদিত হওয়ার জন্য শিক্ষার্থী ও উপস্থিত সকলকে আহ্বান জানান। প্রাইম ইউনিভার্সিটি জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর প্রাইম ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন এক আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ, যিনি আজন্ম লড়াই করেছেন স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার পক্ষে আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দীন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আশ্রাফ আলী, ভাইস চেয়ারম্যান নৃপেন মৈত্র, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরশাদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক নূর হোসেন তালুকদার, রেজিস্ট্রার এম এ জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
×