ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলা

প্রকাশিত: ০৫:৫৭, ২০ আগস্ট ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলা

একটি দেশের ভবিষ্যত হচ্ছে তরুণ সমাজ। আজকের তরুণদের হাতেই বিনির্মিত হবে আগামী দিনের বাংলাদেশ। নতুন প্রজন্ম এই পরিবর্তনের জন্য হাতিয়ার হিসেবে বেছে নিতে পারে তথ্যপ্রযুক্তিকে। কারণ কৃষি যুগ, সামন্তযুগ, শিল্পযুগ পেরিয়ে আমরা এখন অবস্থান করছি তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে। আর এই যুগে সেই জাতি তত উন্নত যার তথ্যপ্রযুক্তি বেশি উন্নত। তথ্য-প্রযুক্তিতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘রিং আইডি সিএসই কার্নিভাল ২০১৭’। ৪ ও ৫ আগস্ট অনুষ্ঠিত এ প্রযুক্তি উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছিল সবুজের ছায়া ঘেরা এই ক্যাম্পাস। বিশ্ববিদ্য্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ষষ্ঠবারের মতো এ উৎসবের আয়োজন করেছিল। আয়োজনের সহযোগিতায় ছিল সফটওয়্যার প্রতিষ্ঠান আইপভিশিন কানাডা ইনকর্পোরেশনের পণ্য ‘রিং আইডি’। বিভিন্ন বিশ্ববিদ্য্যালয়ের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনেকটা মিলনমেলায় পরিণত হয়েছিল শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চারটি ইভেন্টে এবারের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এগুলো হচ্ছে-আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোাগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন প্রতিযোগিতা, রোবটিক্স প্রতিযোগিতা এবং গেমিং প্রতিযোগিতা। প্রোাগ্রামিং প্রতিযোগিতায় ৫১টি বিশ্ববিদ্যালয় থেকে ১৬০টি দল, হ্যাকাথন প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৬টি দল, এবং রোবটিক্স প্রতিযোগিতায় ২৮টি দল অংশগ্রহণ করেছে। এছাড়া গেমিং প্রতিযোগিতার এনএফস-এ ৬৪ জন, ফিফাতে ৬৪ জন এবং কল অব ডিউটিতে ১৬টি দল অংশগ্রহণ করেছে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছে কোয়েটের ‘পাহাড়তলী’, প্রথম রানার্স আপ হয়েছে এনএসইউ এর দল ‘ভেন্ডেটা’ এবং চ্যাম্পিয়ন হয়েছে আইইউটির ‘ফ্লাস’। রোবটিক্স প্রতিয়োগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছে ‘সাস্ট প্লাস প্লাস’, প্রথম রানার্স আপ হয়েছে লিডিং ইউনিভার্সিটির ‘ক্রাশার্স-এফ’ এবং চ্যাম্পিয়ন হয়েছে ‘সাস্ট নাম্বার-১০’। হ্যাকাথন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছে এমআইএসটির ‘জোবেনিল’, প্রথম রানার্স আপ ‘সাস্ট হেক্সাস কোর’ এবং চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বোলিয়া’। রোবটিক্স প্রতিয়োগিতায় চ্যাম্পিয়ন হওয়া ‘সাস্ট নাম্বার-১০’ দলের সদস্য সাজিদ হাসান বলেন, প্রথমে সখের বসেই রোবট তৈরির কাজে নিজেকে জড়াই। পরবর্তীতে ডিপার্টমেন্টের শিক্ষকদের সহযোগিতায় কাজ করতে করতে কাজের প্রতি অনেকটা আগ্রহ জন্মে যায়। তিনি বলেন, আমরা একটা রোবট তৈরি করেছি যেটার নাম হচ্ছে ‘রিভো’। এটি এখন কথা বলতে পারে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে হাঁটানোর জন্য। দৈনন্দিন জীবনে মানুষ যে কাজগুলো করে ওই কাজগুলো করার জন্য এক ধরনের রোবট তৈরি করার স্বপ্নের কথা বলেন সাজিদ। হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বোলিয়া’ দলের সদস্য মোঃ রুহুল বলেন, ফেসবুকের ম্যাসেঞ্জারে ‘মামা হালু’ নামে একটি প্রোডাক্ট লঞ্চ করার জন্য আমরা কাজ করেছি। আমাদের কাজটি দেখে অনেকেই প্রশংসা করেছেন। তবে এ কাজটি আরও ব্রান্ডিং করা যাবে। কার্নিভাল সম্পর্কে তিনি বলেন, এ ধরনের উৎসবের মাধ্যমে আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি পায়। অনেকের সঙ্গে দেখা হয়। এতে অনেক কিছুই জানা যায়। দুই দিনব্যাপী ‘রিং আইডি সিএসই কার্নিভাল ২০১৭’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ও তরুণ সমাজ একে অপরের পরিপূরক। তথ্য-প্রযুক্তিতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেশন সেন্টার তৈরি করছি। বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এ প্রযুক্তি উৎসবের আয়োজন করেছি। যাতে এসব শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা আরও বিকশিত হতে পারে।
×