ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সামার ওপেন র‌্যাঙ্কিং ব্যাডমিন্টন শুরু আজ

শিরোপা ধরে রাখার স্বপ্ন শাপলার

প্রকাশিত: ০৫:৩৯, ২০ আগস্ট ২০১৭

শিরোপা ধরে রাখার স্বপ্ন শাপলার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গতবারও সামার ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও আশা করছি শিরোপা ধরে রাখতে পারব। কেননা এবার আমার প্রস্তুতি বেশ ভাল। নিয়মিত অনুশীলন করি। ক্ষিপ্রতা বাড়াতে ছেলেদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলি। মাঝে মাঝে তাদের কাছে হারিও।’ কথাগুলো যার তিনি শাপলা আক্তার (পাসপোর্টের নাম, ভাল নাম শায়লা শারমীন শাপলা)। আজ থেকে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ইনডেক্স সামার ওপেন র‌্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। যাতে দেশের ৫২ জেলার ২৫৫ পুরুষ এবং ৪৫ মহিলা শাটলার অংশ নেবেন। ২৪ বছর বয়সী শাপলা মহিলা এককের বর্তমান চ্যাম্পিয়ন। এই আসরে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি (শাপলার অন্য সাফল্যগুলোর মধ্যে আছে ২০১০ এসএ গেমসে এককে রৌপ্য, দলগত ব্রোঞ্জ; ২০১৩ বাংলাদেশ গেমসে ট্রিপল ক্রাউন, ২০১৪ সালে জাতীয় এককে ও দ্বৈতে চ্যাম্পিয়ন, ২০১৬ সালে এসএ গেমসে দলগত ব্রোঞ্জ এবং জাতীয় প্রতিযোগিতায় ট্রিপল ক্রাউন অর্জন)। গত সামারের ফাইনালে হারিয়েছিলেন এলিনাকে। এবারও কি তাকে ফাইনালে আশা করছেন? ‘আমি আসলে সবাইকেই প্রতিদ্বন্দ্বী মনে করি।’ শাপলার সংক্ষিপ্ত জবাব। এরআগে সামার ওপেন এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে সাতবার ফাইনালে মুখোমুখি হন শাপলা-এলিনা। জয়ের পাল্লা ভারি শাপলারই। তিনি জিতেছেন চার ফাইনালে। দুটি সামার এবং দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপে। আজ বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ২৩ আগস্ট বিকেল ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রাইজমানি ১ লাখ ২০ হাজার টাকা। টুর্নামেন্টের মোট ইভেন্ট চারটি। এগুলো হলো : পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক এবং মহিলা দ্বৈত। মিশ্র দ্বৈত এবার না থাকলেও পরের আসরে এই ইভেন্টটি থাকবে। পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়ন ১০ হাজার ও রানারআপ ৭ হাজার, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী ৪ হাজার এবং পুরুষ ও মহিলা দ্বৈতের চ্যাম্পিয়ন জুটি ১২ হাজার, রানার্সআপ জুটি ৮ হাজার এবং তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী জুটি পাবেন ৫ হাজার টাকা করে। এছাড়া বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট, মেডেল ও সনদপত্রও দেয়া হবে। ১৫০ প্রতিযোগীকে রাখা হবে মিরপুর ক্রীড়াপল্লী, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং ধানম-ি মহিলা কমপ্লেক্সে। ১ থেকে ৩২ পর্যন্ত র‌্যাঙ্কিংধারী শাটলারদের এনএসসিতে রেখে তাদের উন্নতমানের খাবার খাওয়ানোর ব্যবস্থা নিয়েছে ব্যাডমিন্টন ফেডারেশন।
×