ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচেই ভিএআর সুবিধা পেল বর্তমান চ্যাম্পিয়নরা

জয় দিয়ে মৌসুম শুরু বেয়ার্ন মিউনিখের

প্রকাশিত: ০৫:৩৮, ২০ আগস্ট ২০১৭

জয় দিয়ে মৌসুম শুরু বেয়ার্ন মিউনিখের

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় এখন এককভাবেই রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। লীগে সর্বশেষ পাঁচ মৌসুমে টানা চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েছে তারা। বাভারিয়ানদের সামনে এবার টানা ষষ্ঠ লীগ শিরোপা জয়ের হাতছানি। সেই লক্ষ্যে নতুন মৌসুমে শুভ সূচনা করেছে বেয়ার্ন মিউনিখ। এ্যালিয়াঞ্জ এ্যারেনায় কার্লো আনচেলত্তির দল এদিন ৩-১ গোলে পরাজিত করেছে বেয়ার লেভারকুসেনকে। এমন জয়ে দারুণ খুশি বেয়ার্ন শিবির। তবে জার্মান বুন্দেসলিগার ইতিহাসে এবারই প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। আর লীগের প্রথম ম্যাচেই এই প্রযুক্তির আশীর্বাদ পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে লেভারকুসেনের বক্সে ফাউলের শিকার হন বেয়ার্নের তারকা ফুটবলার রবার্ট লেভানডোস্কি। রেফারি টবিয়াস স্টেইল ভিডিও রেফারির সঙ্গে আলোচনা করে পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে নিখুঁত ফিনিশিংয়ে স্বাগতিকদের তৃতীয় গোলটি এনে দেন পোলিশ স্ট্রাইকার লেভানডোস্কি। প্রথম দুটি গোল এসেছে অভিষিক্ত নিকলাস সুল এবং কোরেনতিন তোলিসসোর পা থেকে। রক্ষণভাগে ফিলিপ লাম ও জাভি এ্যালোনসোর ঘাটতি পূরণে এই মৌসুমে দলে এসেছেন সুল ও তোলিসসোর। এর মধ্যে লিঁও থেকে তোলিসসো আসেন ক্লাব রেকর্ড ৪ কোটি ১০ লাখ ইউরোর বিনিময়ে। অন্যদিকে হফেনহেইম থেকে সুলকে কিনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই দু’জনের সঙ্গে অভিষেক হয়েছে হফেনহেইম থেকে আসা সেবাস্তিয়ান রডিরও। এদিন ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটেই রডির পাস থেকে অভিষেক গোল পেয়ে যান সুল। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে লেভারকুসেনের হয়ে সান্ত¡নার গোলটি করেন মেহমেদি। শুক্রবার এ্যালিয়াঞ্জ এ্যারিনায় এটা ছিল বেয়ার্নের ৩০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। ঘরের মাঠে এ পর্যন্ত ২৩২ ম্যাচ জয়ের (৭৭ শতাংশ) মুখ দেখেছে বেয়ার্ন। ২৭ হার এবং ৪১ ম্যাচ ড্র করেছে তারা। ম্যাচপ্রতি ২.৭ গড়ে গোল করার বিপরীতে ০.৭ গড়ে গোল হজম করেছে তারা। প্রতি মৌসুমেই বেশ কিছু পরিবর্তন দেখা যায় বিশ্বের ক্লাবগুলোতে। কোচ পরিবর্তন কিংবা নতুন কোন ফুটবলারকে দলে ভেড়ানো। এবার একটু ভিন্ন পরিবর্তন এনেছে বেয়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা শুরুর আগেই দলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে ধূমপান করা থেকে বিরত থাকার জন্য আল্টিমেটাম দিয়েছে জার্মান ক্লাবটি। কিংবদন্তি কোচ আনচেলত্তিকে ডাগ আউট কিংবা অনুশীলনের মাঠে ধূমপান করতে দেখা গেছে অসংখ্যবার। তবে ডাগ আউট বা অনুশীলনে সিগারেট হাতে আর দেখা যাবে না এই ইতালিয়ানকে। বেয়ার্নের নতুন পরিচালক হাসান সালিহামিদজিক দায়িত্ব নিয়েছেন এক মাসও হয়নি। এরই মধ্যে আনচেলত্তিকে বলেছেন অনুশীলন মাঠে কিংবা ক্লাবের ভেতর ধূমপান না করতে। এই পরামর্শ সানন্দে গ্রহণও করেছেন ৫৮ বছর বয়সী আনচেলত্তি। স্বীকার করছেন এতে তার ভালই হবে, ‘এটা আমার স্বাস্থ্যের জন্য ভাল হবে। আমি ধূমপান না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার স্ত্রীও অনেকে খুশি হয়েছে।’ এই প্রসঙ্গে পরিচালক হাসান বলেন, ‘আমি আনচেলত্তিকে ক্লাবের ভেতর ধূমপান না করার প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবে তিনি খুশিমনে রাজি হয়েছেন। এখানে তার পেশাদার মনোভাবটাই ফুটে ওঠেছে।’
×