ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শোক কাটিয়ে মাঠে নামছে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৩৭, ২০ আগস্ট ২০১৭

শোক কাটিয়ে মাঠে নামছে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিন আগে স্পেনের বার্সিলোনা শহরে ঘটে গেল আকস্মিক এক সন্ত্রাসী হামলা। যে হামলায় ১৩ জনের মৃত্যুসহ আহত হয় প্রায় ১০০ জন। সেই শোক ছুঁয়ে গেছে মেসি-রোনাল্ডোর হৃদয়কেও। তবে এই শোকের মধ্যে দিয়েই শুক্রবার থেকে শুরু হয়েছে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম। টুর্নামেন্ট শুরুর তৃতীয়দিনে আজ মাঠে নামছে আক্রান্ত শহরটির বিখ্যাত ক্লাব বার্সিলোনা। ন্যুক্যাম্পের এই ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। বার্সিলোনা অবশ্য এই ম্যাচটি স্থগিত করার আবেদন করেছিল। কিন্তু তা বিবেচনায় আনেনি লা লিগার আয়োজক কর্তৃপক্ষ। বরং কড়া নিরাপত্তার মধ্যদিয়েই ম্যাচটি আয়োজন করার কথা জানিয়েছেন তারা। এরপরই বার্সিলোনা এক বিবৃতিতে জানায় যে, রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুধু বার্সা নয় বরং কাতালান অঞ্চলের সব ক্লাবই এই সপ্তাহে কালো ব্যাজ পরে মাঠে নামবে। হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে ব্যতিক্রমী এক সিদ্ধান্তও নিয়েছে বার্সিলোনা। রিয়াল বেটিসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের জার্সিতে খেলোয়াড়দের নামের বদলে থাকবে ‘বার্সিলোনা’ শব্দটি। এই সন্ত্রাসী হামলায় প্রিয় শহর বার্সিলোনার জানমালের ক্ষতির নিন্দা জানানোর জন্যই এই অভিনব উদ্যোগ। এটি করতে ইতিমধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বার্সা। ভূমধ্যসাগর তীরবর্তী শহরটির সব মানুষকে ঐক্যের ছায়াতলে নিয়ে আসতেই এর উদ্দেশ্য। পাশাপাশি মেসিদের জার্সির সামনে হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকবে ‘আমরা সবাই বার্সিলোনা’ কথাটি। এদিকে বার্সিলোনা আক্রমণ নিয়ে কথা বলেছেন পেপ গার্ডিওলা। এই ধরনের হামলা শহরকে মোটেও থামিয়ে রাখতে পারবে না বলেই আত্মবিশ^াসী মন্তব্য করেছেন বার্সিলোনা ফুটবল ক্লাবের সাবেক সফল কোচ পেপ গার্ডিওলা। ম্যানচেস্টার সিটির এই কোচ নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি নিশ্চিত এই শহর ও এই দেশ আবরও ঘুরে দাঁড়াবে ও সামনে এগিয়ে যাবে। আশা করছি শুধু বার্সিলোনায় নয় সারাবিশ্বে আর কখনই এই ধরনের ঘটনা ঘটবে না।’ ঘটনাটা বৃহস্পতিবারের। বার্সিলোনার অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত পর্যটন এলাকা লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে ইচ্ছে করে ভ্যান চালিয়ে এই সন্ত্রাসী হামলা করা হয়। এছাড়াও নিকটবর্তী আরেক শহর কামব্রিলসেও পৃথক হামলা করা হয়। স্প্যানিশ পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে ও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে। পেপ গার্ডিওলা বার্সিলোনার হয়ে খেলোয়াড় হিসেবে ১৬টি ও কোচ হিসেবে ১৪টি শিরোপা জিতেছেন। ৪৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ এ সময় বলেন, ‘অবশ্যই যা হয়েছে তাতে আমরা সকলেই খুব মর্মাহত। ক্ষতিগ্রস্ত সকল মানুষ ও তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। অবশ্যই লা রামব্লাস বার্সিলোনার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। এর আগে এই ধরনের ঘটনা ফ্রান্স ও লন্ডনেও ঘটেছে। এখন বার্সিলোনায় হলো যা সত্যিই দুঃখজনক। আমরা অবশ্যই এ সমস্ত সন্ত্রাসীর বিরুদ্ধে জেগে উঠব।’
×