ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিএসজির মাঠে নেইমারের অভিষেক আজ

প্রকাশিত: ০৫:৩৭, ২০ আগস্ট ২০১৭

পিএসজির মাঠে নেইমারের অভিষেক আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই ফ্রেঞ্চ লীগ ওয়ানের মিশন শুরু করে দিয়েছেন নেইমার। ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে গুইনগ্যাম্পের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই জাত চিনিয়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও ভূমিকা রেখেছেন সাবেক বার্সিলোনা ও সান্তোস ফরোয়ার্ড। আজ পিএসজির ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসেও অভিষেক ঘটতে যাচ্ছে তার। প্রতিপক্ষ তুলুজ। নিজেদের মাঠের গ্যালারিতে বসে প্রিয় তারকা নেইমারের খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন পিএসজির সমর্থকরা। ব্রাজিলিয়ান সেনসেশনও তার ভক্ত-অনুরাগীদের নিজের সেরা খেলাটা উপহার দিতে মরিয়া। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সিলোনা থেকে নেইমারকে কিনে আনে পিএসজি। কাগজপত্রের জটিলতার কারণে লীগ ওয়ানে পিএসজির নতুন মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে ২-০ গোলে এ্যামিয়েন্সের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর আগে অবশ্য নেইমারকে ভক্ত-অনুরাগীদের সামনে উন্মোচন করেছিল পিএসজি। আজ সেই আক্ষেপ ঘুচবে পিএসজির সমর্থকদের। মৌসুমের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। আজ তুলুজকে হারাতে পারলে টানা তিন জয় তুলে নিবে উনাই এমেরির দল। মৌসুমের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় তুলুজের বিপক্ষে ম্যাচের আগেও তাই পিএসজি বেশ আত্মবিশ্বাসী। নেইমার ছাড়াও এই মৌসুমে যোগ দিয়েছেন তারই স্বদেশী এবং বার্সিলোনার সতীর্থ দানি আলভেজও। এছাড়া থিয়াগো সিলভা-এডিনসন কাভানিরা তো রয়েছেনই। তবে তুলুজের কোচ এই ম্যাচের আগে বেশ সতর্ক। কিন্তু নেইমারকে নিয়ে আলাদা করে ভাবছেন না তিনি। বরং শিষ্যদের সতর্ক করে দিয়েছেন যে তাদের ম্যাচটা কিন্তু নেইমারের বিপক্ষে নয় বরং প্রতিপক্ষ পিএসজি। এ প্রসঙ্গে পাসকেল দুপরাজ বলেন, ‘আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে, আমাদের ম্যাচটা কিন্তু পিএসজির বিপক্ষে, নেইমারের বিপক্ষে নয়।’ এ সময় পিএসজির প্রশংসাও করেছেন তিনি, ‘প্যারিস অবশ্যই লীগ জিতবে এবং আশাকরি তারা আবারও ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়াবে।’ ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করেছে পিএসজি। ডেভিড বেকহ্যাম, জ¬াতান ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলারদের কিনে বিশ্বকে চমকও দেখিয়েছে তারা। কিন্তু গত মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা ধরে রাখতে পারেনি পিএসজি। যে কারণেই এবার আঁটঘাট বেঁধেই মাঠে নেমেছে প্যারিসের ক্লাবটি। তবে চরম বিপদের মধ্যে পড়ে গেছে স্পেনের ক্লাব বার্সিলোনা! বিশেষ করে পিএসজির কাছে নেইমারকে বিক্রির পর থেকেই যেন খেই হারিয়ে ফেলছে কাতালানরা। আশা করেছিল নেইমারের বিকল্প হিসেবে ফিলিপে কুটিনহোকে দলে ভেড়াবে বার্সা। কিন্তু লিভারপুলের ব্রাজিলিয়ান তারকাকে কেনাটা যেন বার্সিলোনার জন্য আরও কঠিন হয়ে গেল। কেননা শুক্রবার তৃতীয় প্রস্তাবে কাতালান ক্লাবটির ১২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও যে ফিরিয়ে দিয়েছে লিভারপুল। এর ফলে এ্যানফিল্ড থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ন্যুক্যাম্পে আনতে পারবে কি না তা নিয়ে সমর্থকদের সংশয়টা আরও বেড়ে গেছে। অথচ বৃহস্পতিবারই একটু আশার আলো দেখছিল কাতালান সমর্থকরা। স্পেনের জায়ান্ট ক্লাবটির খোদ সাধারণ সম্পাদক পেপ সেগুরা জানিয়েছিলেন যে, কুটিনহোর সঙ্গে চুক্তির খুব কাছাকাছি তারা। এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, বর্তমান সময়ের প্রতিভাবান ফুটবলারদের মধ্যে সবার ওপরে নেইমার। ব্রাজিলিয়ান সেনসেশনকে তো অনেকে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেই তুলনা করেন। অথচ এই গ্রীষ্মকালীন দলবদলে পিএসজির কাছে নেইমারকে বিক্রি করে দেয় বার্সিলোনা। নেইমারকে হারিয়েই যেন বিপদের মধ্যে পড়ে স্পেনের জায়ান্ট ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শেষ দুই এল ক্লাসিকোতে হারটা যেন তার উজ্জ্বল দৃষ্টান্তা। যে কারণেই নেইমারের বিকল্প খুঁজতে মরিয়া হয়ে উঠেছে আর্নেস্তো ভালভার্দের দল। সেজন্য আরেক ব্রাজিলিয়ান দ্বারাই নেইমারের শূন্যস্থান পূর্ণ করতে চায় তারা। কিন্তু শুক্রবার তৃতীয় বিড প্রত্যাখ্যান করায় বিষয়টি যেন আরও জটিল হয়ে পড়ে। ইনজুরির কারণে লিভারপুলের হয়ে নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি কুটিনহো।
×