ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরলেন নাসির হোসেন ও শফিউল ইসলাম

প্রকাশিত: ০৪:৪৮, ২০ আগস্ট ২০১৭

ফিরলেন নাসির হোসেন ও শফিউল ইসলাম

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের জন্য শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই দলে অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার শফিউল ইসলাম রয়েছেন। এই দুইজন আবার টেস্ট দলে ফিরেছেন। প্রথমবারের মতো টেস্ট দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশ। যেটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ ছিল। ম্যাচটিতে দলে থাকলেও একাদশ থেকে বাদ পড়েছিলেন মুমিনুল। এবার দল থেকেই বাদ পড়লেন। ২০১৩ সালের মার্চে টেস্ট অভিষেক হওয়া এ ব্যাটসম্যান প্রথমবারের মতো দল থেকেই ছিটকে পড়েন। সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। টেস্ট সিরিজ হিসেব করলে মাহমুদুল্লাহও বাদ পড়েছেন। কিন্তু লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছিলেন না। তাই এ হিসেবে মাহমুদুল্লাহর বাদ পড়ার প্রশ্ন ওঠে না। তিনি আগেই দল থেকে বাদ ছিলেন। সর্বশেষ টেস্ট থেকে শুভাশীষ রায়, রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বিও বাদ পড়েছেন। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে শুধু মুমিনুলকে নিয়েই বেশি আলোচনা হয়েছে। কারণ তিনি যে স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যান। তাকে এতদিন শুধু টেস্টেই খেলানো হতো। কিন্তু এখন টেস্টেও তার জায়গা হচ্ছে না। একাদশে দূরে থাক, দলেই এবার জায়গা হলো না। অথচ চট্টগ্রামে যে প্রস্তুতি ম্যাচটি হলো সেখানেও ৭২ রানের ইনিংস খেলেছেন মুমিনুল। প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে যে মুমিনুলকে দলে না নেয়ার পক্ষে তা সংবাদ সম্মেলনে বোঝাই গেছে। কিন্তু তিনি যা বলেছেন তাতেও আছে যুক্তি। তার কথায় বোঝা গেল তিনি বলতে চেয়েছেন; আগে দেশ। তারপর ব্যক্তি বা খেলোয়াড়। তিনি দল সাজান বাংলাদেশ কিভাবে ভাল ফল পেতে পারে সেই হিসেব করে। দল যেন জিততে পারে, সেই চেষ্টাতেই দল গড়েন তিনি। তাতে সাফল্যও মিলছে। সর্বশেষ টেস্ট সিরিজেই যেমন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১২ রান (৭ ও ৫ রান) করা মুমিনুলকে দ্বিতীয় টেস্টে একাদশে রাখেননি। বাংলাদেশ ৪ উইকেটে টেস্টটি জিতে। একাদশে ওলট-পালট করে সফল হন কোচ। সবকিছুর উর্ধে দলের সাফল্য। আর সেই সাফল্য পাচ্ছেও বাংলাদেশ। মুমিনুলকে না রেখে যেহেতু সফল হওয়া গেছে, তাই সেই পথেই এবারও এগিয়ে চলছেন কোচ এবং নির্বাচকরা। এবার দল থেকেই ছেঁটে ফেলা হয়েছে। মুমিনুলকে ছেঁটে ফেললেও নাসির ও শফিউল ঠিকই আবার দলে জায়গা করে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকাতে হওয়া প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আবার দলে জায়গা করে নিয়েছেন নাসির। ২০১৫ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পর আর টেস্ট খেলতে পারেননি নাসির। এবার নির্বাচকদের নজর কেড়ে ফিরেছেন। তবে একাদশে থাকা এখনই নিশ্চিত নয়। কারণ চোখে সমস্যা থাকা মোসাদ্দেক হোসেন সৈকত যদি খেলতে পারেন তাহলে নাসিরের একাদশে থাকার কোন সম্ভাবনা নেই। তবে আশার কথা হলো শেষ পর্যন্ত দলে হলেও জায়গা তো পেলেন। টেস্ট দলে জায়গা ফিরে পেলেন শফিউলও। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচেই আকর্ষণ কুড়িয়েছেন শফিউল। ৫ উইকেট শিকার করেছিলেন। তাই চূড়ান্ত দলে জায়গা হয়ে গেল। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের ঠিক আগে চোটে পড়ে দল থেকে ছিটকে পড়েন ২৭ বছর বয়সী এই পেসার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকার পরও ইনজুরির জন্য টেস্টটি খেলতে না পারা লিটন কুমার দাসও আছেন দলে। বাকিরা যথারীতি নিজের অবস্থান বজায় রেখেছেন। বাংলাদেশ দল ॥ মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
×