ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বাঙালীর অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০৪:৩৭, ২০ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু বাঙালীর অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন ॥ নসরুল হামিদ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৯ আগস্ট ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু অমর একটি প্রতিষ্ঠান। একটি অবিনাশী চেতনার নাম। তিনি স্বপ্ন দেখতেন সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশের। বাঙালীর অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন তিনি। শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে সেটা আরও আগেই সম্ভব হতো। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ। আলোচনায় অংশ নেনÑ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ সেলিম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এমদাদুল হক দাদন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান প্রমুখ।
×