ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীর খিলগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৩৭, ২০ আগস্ট ২০১৭

রাজধানীর খিলগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে মাহিন আক্তার দিপু (৯) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে খিলগাঁও মডেল স্কুলে ৩য় শ্রেণীতে পড়াশুনা করত। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। খিলগাঁও সিপাহীবাগ ক্লাব সংলগ্ন একটি বাসার ৪র্থ তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো সে। নিহতের বাবা আবদুল কাইয়ুম জানান, শনিবার দুপুরের দিকে তার মা নিচতলায় কাজে যায়। কিছুক্ষণ পর বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে বেডরুমে মাহিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে নামিয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে মাহিনকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান। এদিকে সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক বাণীতে বলেছেন, স্বৈরশাসনের অবসানে সালাম তালুকদারের ভূমিকা স্মরণীয়। খালেদা জিয়া বলেন, আশির দশকে স্বৈরশাসনের অবসানে আন্দোলন বেগবান করতে সাত দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াঁজো কমিটির প্রধান হিসেবে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
×