ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৯ কর্মচারীকে নিয়মবহির্ভূত নিয়োগ ॥ চাপা উত্তেজনা বিএসইসিতে

প্রকাশিত: ০৪:৩৫, ২০ আগস্ট ২০১৭

২৯ কর্মচারীকে নিয়মবহির্ভূত নিয়োগ ॥ চাপা উত্তেজনা বিএসইসিতে

তপন বিশ্বাস ॥ সরকারী রীতিনীতির তোয়াক্কা না করে নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশ স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে (বিএসইসি) ২৯ কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। কোন প্রকার বিজ্ঞপ্তি প্রচার ছাড়া, মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত এবং ইচ্ছামতো নিয়োগ কমিটি গঠন করে এ নিয়োগ দিয়েছেন সংস্থার চেয়ারম্যান। নিয়োগপত্র জারি করে সঙ্গে সঙ্গে পছন্দের প্রার্থীদের যোগ করিয়ে নেয়া হয়। অভিযোগের ভিত্তিতে অবশ্য এ নিয়োগ স্থগিতও করেছে শিল্প মন্ত্রণালয়। এ নিয়ে বিএসইসিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ২৯ কর্মচারীকে অতি গোপনে নিয়োগ দেয় বিএসইসি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে দৈনিক বেতনের ভিত্তিতে কর্মরত কর্মচারীদের মধ্যে থেকে এ নিয়োগ দেয়া হয়েছে। কোন প্রকার বিজ্ঞপ্তি প্রচার ছাড়া সরকারী চাকরিতে নিয়োগ দেয়া হতবাক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি কোন প্রকার হাঁকডাক ছাড়াই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগ কমিটিতে স্থান পায় চেয়ারম্যানের আস্থাভাজন কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, গোপনে দৈনিক বেতনের ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদের স্থায়ী চাকরি প্রদানের অফার দেয়া হয়। এতে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বল্পশিক্ষিত শ্রমিক শ্রেণীর কর্মচারীরা আশান্বিত হয়ে পড়ে। একপর্যায়ে অনেকে তাদের শেষ সম্বল বিক্রি করে সরকারী চাকরি পেতে টাকা সংগ্রহ করে দালালদের হাতে তুলে দেয়। এ টাকা হালাল করতে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ কয়েক কর্মকর্তা কোন প্রকার বিজ্ঞপ্তি প্রকাশ না করে লোক দেখানো নিয়োগ কমিটি গঠন করে, মৌখিক পরীক্ষা নিয়ে রাতারাতি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র কোন প্রকার ডাকের মাধ্যমে না পাঠিয়ে হাতে হাতে বিলি করা হয়। নিয়োগপত্র হাতে দেয়ার সঙ্গে সঙ্গে সকলকে দিয়ে কাজে যোগদান করিয়ে নেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সরকারী চাকরিতে কিভাবে নিয়োগ দিলেন এমন প্রশ্নের জবাবে বিএসইসির চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন জনকণ্ঠকে বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়কে বিস্তারিত জবাব দিয়েছি। এ প্রসঙ্গে আর কোন কথা বলবেন না বলে জানিয়ে দেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর এ নিয়োগ স্থগিত করে দেয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেন এ নিয়োগ দেয়া হলো সে সম্পর্কে ১০ কর্মদিবসের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। সূত্র জানায়, নিয়োগপ্রাপ্তরা কাজে যোগদানের পর দুই মাসের বেতন-ভাতাও উত্তোলন করেছেন। এর পর অভিযোগের ভিত্তিতে শিল্প মন্ত্রণালয় প্রাথমিক তদন্ত শেষে এ নিয়োগ স্থগিত করে দিয়েছে। বিগত ২ আগস্ট ২১৬ নং স্মারকে জারি করা এ আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিয়মবহির্ভূত এ নিয়োগ স্থগিত করা হলো। নিয়োগ স্থগিত করায়, বিএসইসিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। নিয়োগপ্রাপ্তরা প্রতিদিন অফিসে এসে ধরনা দিচ্ছে। কেউ কেউ টাকাও ফেরত চাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
×