ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৮, ২০ আগস্ট ২০১৭

টুকরো খবর

শিক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৯ আগস্ট ॥ পীরগঞ্জ উপজেলার ভাকুড়া (বাঘমারা) গ্রামের বাসিন্দা ও সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পয়গাম আলী ওরফে মকলেস মাস্টারের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ উঠেছে। এলাকার ২ শতাধিক নারী-পুরুষ শনিবার সকালে ওই শিক্ষকের বাড়িতে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। ওই গ্রামের এক গৃহবধূর সঙ্গে শিক্ষক পয়গাম আলী দীর্ঘদিন ধরে যৌন সম্পর্ক, মোবাইল ফোনে অশীল ও উত্তেজনামূলক কথাবার্তা বলার তথ্য শুক্রবার এলাকাবাসী ও তার স্বামী যাচাই করেন। এলাকার চান মিঞা, গিয়াস উদ্দীন, আব্দুর রহমান, আক্তারুল, মুকুল, মুক্তারুল, নবাব, দুলালী আক্তার, সুলতানা বেগমসহ ২ শতাধিক এলাকাবাসী ওই শিক্ষকের বাড়িতে বিক্ষোভ করেন। আব্দুর রহমান ও এলাকাবাসী জানান শিক্ষক পয়গাম আলীর বিরুদ্ধে অনেক মহিলার সঙ্গে যৌন হয়রানির ঘটনা ও জরিমানা দেয়ার অভিযোগ রয়েছে। হয়রানির প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ আগস্ট ॥ বড়াইগ্রামে ষড়যন্ত্রমূলক মামলা, পুলিশী হয়রানি বন্ধ, মামুন ও আজিজুলকে গ্রেফতারের প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের নিঃশর্র্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দাসগ্রাম বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড়াইগ্রাম থানা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টারসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, চান্দাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পুনঃনির্মাণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে হাইকোর্টে মামলা করা হলে হাইকোর্ট ইউনিয়ন পরিষদ নির্মাণে স্থগিতাদেশ প্রদান করেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান হাইকোর্টের দেয়া আদেশ অমান্য করে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দস এমপির সহযোগিতায় অন্যত্র চান্দাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। এরই জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধের জের ধরে ষড়যন্ত্রমূলকভাবে দাসগ্রামের লোকজনকে ধরে নিয়ে পুলিশী হয়রানি করা হচ্ছে। সড়ক সংস্কার দাবিতে আল্টিমেটাম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের খানাখন্দ অতিদ্রুত সংস্কারের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়েছে। শনিবার দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস মালিক গ্রুপ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয়া। সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব আহম্মেদ লিখিত বক্তব্যে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশদ্বার গৌরনদীর ভুরঘাটা থেকে জয়শ্রী পর্যন্ত ৩৫ কিলোমিটারে অসংখ্য খানাখন্দ থাকার কারণে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ঈদ-উল-আযহার সময় সড়কে যাত্রীবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মহাসড়কটি অতিদ্রুত সংস্কার না করা হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, রবিবার সকালে সড়ক সংস্কারের দাবিতে নথুল্লাবাদে কেন্দ্রীয় বাসটার্মিনালে মানববন্ধন, ২৪ আগস্ট প্রতীকী সড়ক অবরোধ এবং ২৭ আগস্ট সড়ক ভবন ঘেরাও কর্মসূচী করা হবে। এর পরেও যদি সড়ক সংস্কার না করা হয়, তাহলে ঈদের এক সপ্তাহ পর অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন । তিন ভুয়া পুলিশ আটক নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৯ আগস্ট ॥ জাজিরায় ওসিসহ তিন ভুয়া পুলিশকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। আটককৃতরা হলো জাজিরা উপজেলার ডুবিসায়বর গ্রামের সবুজ সরদার, একই উপজেলার নকি মাদবরকান্দি গ্রামের হান্নান খান এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের মজিবর মৃধা। তাদের কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, মোবাইল, হ্যান্ডকাফসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পুলিশের পোশাক পরিধান করে ও হাতে ওয়াকিটকি নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে লোকজনের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ লোকজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তাদের মধ্যে সবুজ সরদার নিজেকে থানার ওসি, হান্নান খান নিজেকে পুলিশের কনস্টেবল ও মজিবর মৃধা গাড়ির ড্রাইভার হিসেবে পরিচয় দিয়ে আসছে। শনিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে নতুন ভবন নির্মাণের দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে জনউদ্যোগ নামে একটি সংগঠন। আগামী এক মাসের মধ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া না হলে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করবে সংগঠনটি। প্রথম অবস্থায় সংগঠনটি মানববন্ধন করবে বলে শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর জেনারেল হাসপাতালের পুরনো ভবনটি ১৯৪০ সালে নির্মাণ করার পর এ পর্যন্ত সংস্কার করা হয়নি। সেই ভবনটি সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ভবনটি সংস্কারের চেষ্টা চালাচ্ছে জানিয়ে বলা হয়, ‘কিন্তু এমনটি হলে পুরনো ভবনটি আবার ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে পুরনো ভবন সংস্কার নয়, নতুন ভবনের ওপরে আরেক তলা নির্মাণের দাবি জানাচ্ছি এবং সেটি করতে আগামী এক মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে।’ ‘ভবন পরিত্যক্ত হওয়ার কারণে বর্তমানে হাসপাতালে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। সমস্যার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষও স্বীকার করেছে,’ বলেন জনউদ্যোগ কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তা এম আর খায়রুল উমাম, মাহবুবুর রহমান মজনু, এ্যাডভোকেট মাসুমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। খাল দখলের প্রতিবাদে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ার চরবাউশিয়া ফরাজীকান্দি সরকারী খাল টিন দিয়ে বেড়া দিয়ে বালু ভরাট করার উদ্যোগ নেয়া হয়েছে। এ গুরুত্বপূর্ণ খাল ভরাট হলে এলাকার পরিবেশ বিপন্নসহ নানা বিরূপ প্রভাব পড়বে। এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এলাকাবাসী জানায়, পানি নিষ্কাশন, কৃষিতে ব্যবহার ছাড়াও, সেচ, গোসল, গৃহস্থালির কাজসহ নিত্যপ্রয়োজনীয় নানা কাজে এ খালের পানি ব্যবহার করেন তারা। খালটি ভরাট হয়ে গেলে এর মারাত্মক প্রভাব পড়বে এলাকার কৃষি, জীববৈচিত্র্যসহ নানা ক্ষেত্রে। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আব্দুল মোনেম অর্থনৈতিক জোন এ খালটি ভরাটের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি অবগত হয়ে সরকারী সম্পত্তি এ খাল রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়া হয়েছে। ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ আগস্ট ॥ সদর উপজেলার খোলাহাটি, মালিবাড়ি ও কামারজানি ইউনিয়নের বন্যার্ত অসহায় ও দুস্থ ক্ষতিগ্রস্ত বানভাসি ৬শ’ পরিবারের মধ্যে শনিবার ত্রাণ বিতরণ করা হয়। গাইবান্ধা শহর বিএনপির উপদেষ্টা খন্দকার আহমেদের ব্যক্তিগত পক্ষ থেকে জিয়া পরিষদ জেলা শাখা এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণে সহায়তা করেন তালুকদার বাবু, এসএম কামাল হোসেন, খন্দকার আল আমিন, মাহবুবার রহমান, মকছুদার রহমান চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, সুজন প্রধান, ঘাগোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, চলতি বছর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বছরের সাজা হয় শহরের বাজারঘাটার বাসিন্দা ও বর্তমানে ঘোনারপাড়ায় বসবাসকারী আবু বক্কর ছিদ্দিকের। আপীল করে জামিনে মুক্তির পর থেকে পলাতক থাকে সে। বরিশালে অস্ত্রসহ আটক দুই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার কাউনিয়া থানাধীন বাটনা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি পাইপগান ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮’র কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স। এর আগে শুক্রবার রাত একটার দিকে অভিযান চালানো হয়। আটককৃতরা হলো বাটনা এলাকার মৃত জব্বার খানের পুত্র আক্তারুজ্জামান খান ও মৃত সফর আলী হাওলাদারের পুত্র রেজাউল করিম। শনিবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাবের প্রেরিত বার্তায় জানানো হয়, আটককৃতদের মধ্যে আক্তারুজ্জামান ও রেজাউল করিমের নামে মারামারি, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতরা বড় ধরনের নাশকতা অথবা অপরাধ সংঘটনের জন্য অবৈধ অস্ত্র মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে।
×