ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবন রক্ষায় সচেষ্ট হতে হবে

প্রকাশিত: ০৪:১৬, ২০ আগস্ট ২০১৭

সুন্দরবন রক্ষায় সচেষ্ট হতে হবে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ জনউদ্যোগ, খুলনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চল সুরক্ষা প্রচারাভিযানের আয়োজনে শনিবার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে শিল্প-কারখানা গড়ে ওঠার ক্ষতিকর প্রভাব ও প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সরকার দেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে সুন্দরবন রক্ষায় যেসব অঙ্গীকার করেছে, তা রক্ষায় সচেষ্ট হতে হবে। সুন্দরবনের জন্য ক্ষতি হয় এমনসব স্থাপনা, ব্যবসা ও উদ্যোগ আছে তা বন্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং অধ্যাপক আনোয়াুল কাদিরের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সেফের সমন্বয়কারী আসাদুজ্জামান। বিশ্ববিদ্যালয় ছাত্র তন্ময় ১৭ দিন নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ আগস্ট ॥ এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্র নওগাঁর পোরশার তন্ময় সাহা (২৮) গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিশ্বনাথ সাহার ছোট ছেলে। তন্ময় এশিয়ান প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে পড়ালেখা করত এবং ফার্মগেট এলাকার ১১৭ গ্রীন রোডের পড়শী ছাত্রাবাসে থাকত। সে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তন্ময় নিখোঁজ থাকায় তার বৃদ্ধ বাবা-মা অজানা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন।
×