ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নগরীকে আলোকিত করতে ৪৫৮ কোটি টাকার পরিকল্পনা চসিকের

প্রকাশিত: ০৪:১৪, ২০ আগস্ট ২০১৭

নগরীকে আলোকিত করতে ৪৫৮ কোটি টাকার পরিকল্পনা চসিকের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীকে শতভাগ আলোকিত করতে ৪৫৮ কোটি ৯৪ লাখ টাকার একটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করেছে সিটি কর্পোরেশন। শনিবার কর্পোরেশনের বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় সভায় একথা বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই সভায় তিনি দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক করে দেন। চসিক মেয়র বলেন, কোন অজুহাতেই আলোবাতি থেকে নগরবাসীকে বঞ্চিত করা যাবে না। চসিকের দায়িত্বশীল কোন কর্মকর্তা বা বাতি পরিদর্শকের এলাকায় অন্ধকার পরিলক্ষিত হলে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় আসতে হবে। তিনি বলেন, নগরবাসীর ট্যাক্সের টাকায় বেতনভোগী কোন কর্মচারী-কর্মকর্তার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে তার কোন ক্ষমা নেই। সড়কবাতি সচল রাখার জন্য যাবতীয় সুযোগসুবিধাসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রাখা হয়েছে। কোন ধরনের ইকুইপমেন্টের সমস্যা নেই। সততা, নিষ্ঠা ও কর্তব্যের প্রতি অবিচল আস্থা থাকলে নগরবাসী অন্ধকারে থাকতে পারে না। মেয়র জানান, চট্টগ্রাম নগরীকে শতভাগ আলোকিত করার লক্ষ্যে ৪৫৮ কোটি ৯৪ লাখ টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে। তার মেয়াদের মধ্যেই ৪১ ওয়ার্ডের অলিগলি, রাজপথ শতভাগ আলোকিত করা হবে। তিনি আলোবাতি সংক্রান্ত কোন অভিযোগ থাকলে সে তথ্য দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। নগরভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুত বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এই সমন্বয় সভায় প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সংশোধনী নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ আগস্ট ॥ শনিবার দৈনিক জনকণ্ঠের ‘জনকণ্ঠ রিপোর্টের জের, অবশেষে সেই শিবির কর্মীর প্রোফাইল থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সরানো হলো’ শিরোনামে প্রকাশিত সংবাদের শেষদিকে উল্লেখ করা হয়েছে, উপজেলা জেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাদ জামশেদের ছত্রছায়ায় থেকে ওই শিবিরকর্মী আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। জামশেদ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহিরুল হক ভূঁইয়ার ছেলে। সেখানে পড়তে হবে, জামশেদ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক ভূঁইয়ার ছেলে।
×