ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে না’গঞ্জে মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৪:১৩, ২০ আগস্ট ২০১৭

নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে না’গঞ্জে মিছিল  সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারী-শিশু নির্যাতন, খুন ধর্ষণসহ সামাজিক বর্বরতা রুখে দাঁড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টি সিপিবি, সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা নারায়ণগঞ্জ জেলা শাখা সমাবেশ ও মিছিল করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর চাষাঢ়া শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম মোর্চার সমন্বয়ক ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সদস্য সচিব অঞ্জন দাস, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মঞ্জুরুল হক, সিপিবি সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, আব্দুল হাই শরীফ ও বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব। সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশুর উপর সহিংসতা ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বগুড়ার শ্রমিক লীগ নেতা তুফান সরকার, কাউন্সিলর রুমকিসহ সোনালীকে ধর্ষণ ও মা-মেয়েকে মাথা মুড়িয়ে দেয়ার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। বনানীতে আপন জুয়েলার্সের মালিকের ছেলে কর্তৃক দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, বাড্ডায় তিন বছরের শিশু তানহাকে ধর্ষণের পর হত্যা গত এপ্রিলে গাজীপুরের মেয়ে আয়েশা আক্তারের ধর্ষণের বিচার না পেয়ে পিতা ও মেয়ের ট্রেনের নিচে আত্মহত্যাসহ অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
×