ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলা উদ্বোধন

প্রকাশিত: ০৪:১২, ২০ আগস্ট ২০১৭

বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজে তিনদিনব্যাপী বইমেলার শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘কিশোর তারুণ্যে বই’- আয়োজিত তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ও লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘কিশোর তারণ্যে বই’-এর আহ্বায়ক, সময় টেলিভিশনের বার্তা প্রধান ও পরিচালক তুষার আবদুল্লাহ, নারায়ণগঞ্জ হাইস্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য আবদুস সালাম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা ও অনুপম প্রকাশনীর কর্ণধার মিলন দে। আগামী ২১ আগস্ট পর্যন্ত এই বইমেলা চলবে। মাদকবিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ৫ কিলোমিটার পথে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। এই দীর্ঘ গ্রামীণ পথ হেঁটে মাদকের বিরুদ্ধে নানা সেøাগান এবং ফেস্টুন প্রদর্শন করে দুই সহ¯্রাধিক মানুষ। সিরাজদিখান উপজেলার বালুরচরে বের হয় মাদকবিরোধী এই শোভাযাত্রা। শনিবার বেলা ১১টার দিকে বালুরচর থেকে শোভাযাত্রাটি বের হয়। বালুচরচর ইউনিয়নের কালীনগর হাজী তাইজউদ্দিন নূরানী কোরান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী এই শোভাযাত্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন এবং পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন এই কর্মসূচীর উদ্যোক্তা বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
×