ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১০

প্রকাশিত: ০৪:১০, ২০ আগস্ট ২০১৭

আমতলীতে জমি নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ আগস্ট ॥ তালতলী উপজেলার কলারং গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার কলারং গ্রামের মজিবুর রহমান তালুকদার ও সোলায়মান তালুকদারের মধ্যে ৪ বিঘা জমি নিয়ে ১০ বছর ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিরোধীয় জমিতে সোলায়মান তালুকদার চাষাবাদ করতে আসে। এ সময় মজিবুর রহমান তালুকদার এতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত মজিবুর রহমান তালুকদার, তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে মিজানুর রহমান, ভাই সেরাজ তালুকদার, ভাইয়ের ছেলে আবু রকর, সোলায়মান তালুকদার ও তার ছেলে জাহিদকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মিজানুর ও সেরাজ তালুকদারকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত মজিবুর রহমান তালুকদার বলেন, আমার জমিতে সোলায়মান তালুকদার জোর করে চাষাবাদ করতে ছিল। আমি এতে বাধা দিলে তার লোকজন আমাকেসহ আমার পরিবারের লোকজনকে মেরে রক্তাক্ত করেছে।
×