ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বানভাসি মানুষের চিকিৎসায় আশার তরী

প্রকাশিত: ০৪:০৯, ২০ আগস্ট ২০১৭

বানভাসি মানুষের চিকিৎসায় আশার তরী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ আগস্ট ॥ চাটমোহর উপজেলার প্রত্যন্ত বানভাসি মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে এসেছে মুক্তিযুদ্ধকালীন এমপিএ অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন পরিচালিত ‘আশার তরী’। গত দুদিন ধরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বন্যাকবলিত মানুষদের চিকিৎসাসেবা প্রদান করছে আশার তরী। কয়েক তরুণ চিকিৎসক, সেবিকা ও স্বেচ্ছাসেবক মিলে স্বাস্থ্য পরীক্ষাসহ প্রাথমিক পরিচর্যার ওষুধ বিনামূল্যে বন্যাদুর্গত এলাকায় বিতরণ করে সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন। নৌকাযোগে বানভাসি মানুষের বাড়ি বাড়ি আশার তরী হাজির হলে শত শত নারী-পুরুষ সেবা নিতে ছুটে আসেন। এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মমিন মজিবুল হক টুটুল সমাজীর তত্ত্বাবধানে এ আশার তরী চিকিৎসাসেবা প্রদান করছে। শনিবার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নলডাঙ্গা ও নবীনগ্রামের বানভাসি ৪শ’ মানুষকে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করে আশার তরী। শুক্রবার একই ইউনিয়নের বরবেলাই, মধ্য, পূর্ব ও পশ্চিমপাড়ায় ২৫০ বানভাসি মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়। রবিবার হান্ডিয়াল ইউনিয়নের সমাজ, সিদ্ধিনগর, গদাইরূপশী গ্রামে এ চিকিৎসাসেবা দেয়া হবে। ৭ দিনব্যাপী বানভাসি মানুষকে এ সেবা দেয়া হবে বলে উদ্যোক্তারা জানান। আশার তরীতে চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন ডাঃ সুজন মাহমুদ, ডাঃ মোঃ আলহাজ উদ্দিন, ডাঃ ইলিয়াস উদ্দিন, সেবিকা মোমেনা খাতুন ও কেয়া রানী।
×