ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধান সন্দেহভাজন আবু ইয়াকুবকে ধরতে অভিযান

প্রকাশিত: ০৩:৪৩, ২০ আগস্ট ২০১৭

প্রধান সন্দেহভাজন আবু ইয়াকুবকে ধরতে অভিযান

স্পেনের পর্যটন এলাকা বার্সিলোনায় বৃহস্পতিবার লোকজনের ওপর গাড়ি তুলে দিয়ে ১৩ জনকে হত্যায় যুক্ত চালক এখনও বেঁচে আছে এবং সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্প্যানিশ পুলিশ জানিয়েছে। মরক্কোর বংশোদ্ভূত ওই চালককে ধরতে তারা অভিযান চালাচ্ছে। খবর বিবিসি অনলাইনের। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, ভ্যানচালকের নাম ইউনেস আবুইয়াকুব (২২)। আগের প্রতিবেদনগুলোতে প্রধান অভিযুক্ত হিসেবে মুসা অউকবিরের (১৭) নাম জানানো হয়েছিল। পশ্চিম বার্সিলোনার ক্যামব্রিলস শহরে ভ্যান হামলা চালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে অউকবির নিহত হন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা আরও নিখুঁত হামলা চালানোর পরিকল্পনা করেছিল। বুধবার আলকানার শহরে বিস্ফোরণের পর ষড়যন্ত্রকারীরা বোমার উপাদানের অভাবে পড়ে। তাই তারা গাড়ি ব্যবহার করে অপেক্ষাকৃত সহজ হামলার পথ বেছে নেয়। আবুইয়াকুব উত্তর বার্সিলোনার রিপোল শহরে বসবাস করত। পুলিশ শুক্রবার রিপোল থেকে তিনজনকে ও আলকানার শহর থেকে একজনকে গ্রেফতার করেছে। প্রথমদিকে অউকবিরকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছিল।
×