ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরখাস্তের পর ব্রেইটবার্ট নিউজের শীর্ষ পদে ফিরলেন ব্যানন

প্রকাশিত: ০৩:৪২, ২০ আগস্ট ২০১৭

বরখাস্তের পর ব্রেইটবার্ট নিউজের শীর্ষ পদে ফিরলেন ব্যানন

বরখাস্ত হওয়ার পর ফের ব্রেইটবার্ট নিউজের শীর্ষ পদে ফিরেছেন স্টিভেন ব্যানন। শুক্রবার ট্রাম্প ব্যাননকে হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট পদ থেকে সরিয়ে দেন। পদ হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই কট্টর ডানপন্থী সংবাদমাধ্যম ব্রেইটবার্টের নিবার্হী চেয়ারম্যন হিসেবে যোগ দেন তিনি। এ পত্রিকাকে এক সময় তিনি নিজেই কিলিং মেশিন অ্যাখ্যা দিয়েছিলেন। এমনিতেই জাতীয়তাবাদী ঘরানার পৃষ্ঠপোষক ব্যাননের সমর্থকগোষ্ঠী বেশ শক্তিশালী। খবর এএফপি ও ওয়েসাইটের। ব্যাননকে নিজেদের লোক মনে করা রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পের সিদ্ধান্তে নাখোশ হয়েছেন। ‘যুদ্ধ’ ব্যাননকে বরখাস্তের পর এমনটাই টুইট করেন ব্রেইটবার্টের এক সম্পাদক জোয়েল পোলাক। ব্যাননকে হোয়াইট হাউসের বাইরে রেখে ট্রাম্প আরও বেশি মধ্যপন্থায় ঝুঁকে পড়বেন কি না সে প্রশ্নও তুলেছেন তিনি। ব্যাননই ট্রাম্পের কর্মসূচীগুলোকে মূর্ত করেছিলেন, বলেন পোলাক। গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে যোগ দেয়ার আগেও ব্যাননের পরিচালনায়ই চলত ব্রেইটবার্ট নিউজ। হোয়াইট হাউসে অন্য উপদেষ্টা এবং কংগ্রেসের শীর্ষ রিপাবলিকান নেতাদের সঙ্গে লড়াইয়ের পুরো সময়েও ব্রেইটবার্ট ব্যাননকে সহায়তা দিয়ে গেছে। ট্রাম্পের কর্মসূচী বাস্তবায়নে বাধা দেয়ার অভিযোগে সংবাদমাধ্যমটি ধারাবাহিকভাবে সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল ও নিম্নক্ষের ¯িপকার পল রায়ানের মতো প্রতিষ্ঠিত অনেক রিপাবলিকান নেতার সমালোচনা করে গেছে। পররাষ্ট্র নীতি বাস্তবায়নে ব্যানন ঘনিষ্ঠদের সরিয়ে দেয়ায় অতি সম্প্রতি তারা ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের দিকেও একের পর এক তীর ছুড়ছিল। নতুন করে ব্রেইটবার্টে ফিরে ব্যানন হোয়াইট হাউসের ভেতরে যারা তার পরামর্শমতো তীব্র জাতীয়তাবাদী নীতি বাস্তবায়নে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে সরব হতে পারেন বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। এ তালিকায় এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও থাকতে পারেন। স্টিভের কণ্ঠস্বর শক্তিশালী, তিনি এটা বজায় রাখবেন। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে থাকা অবস্থায় তিনি যেসব নীতি বাস্তবায়নে চেষ্টা করেছিলেন তার ধারাবাহিকতাও বজায় রাখবেন, বলেন ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার উপদেষ্টা ও ব্যাননের বন্ধুখ্যাত স্যাম নানবার্গ। ব্যাননকে সরিয়ে দিয়ে ট্রাম্প ভুল করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
×