ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রক্ষণশীলরা দায়ী ॥ হকিং

ব্রিটেনে স্বাস্থ্যসেবার অবনতি,

প্রকাশিত: ০৩:৪১, ২০ আগস্ট ২০১৭

ব্রিটেনে স্বাস্থ্যসেবার অবনতি,

ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বা জাতীয় স্বাস্থ্যসেবার মান পড়ে যাওয়ার জন্য মন্ত্রীদের দায়ী করেছেন স্টিফেন হকিং। খবর বিবিসির। স্বাস্থ্যসেবায় অর্থায়ন ছেঁটে দেয়া, স্বাস্থ্যসেবার অবনতি, বেতন হ্রাস ও সামাজিক সেবা সমর্থন কমিয়ে এনে কর্মকর্তা কর্মচারীদের নিরুৎসাহিত করার জন্য এক আবেগপ্রবণ ও জোরালো সমালোচনা করেন হকিং এবং এজন্য তিনি দায়ী করেন রক্ষণশীলদের। ৭৫ বছর বয়স্ক এ প্রখ্যাত পদার্থবিদ তার একটি ভাষণে এ কথা বলেন। ভাষণটি তার দেয়ার কথা শনিবার রয়্যাল সোসাইটি অব মেডিসিনে। এনএইচএসে পাওয়া সেবার জন্য তার এ দীর্ঘ জীবন কতটা ঋণী এবং তার প্রতি এ প্রতিষ্ঠানের অবদান এসব তুলে ধরেন তার বক্তব্যে। এ প্রতিষ্ঠানের সেবাকে এক মার্কিন ধাঁচের বীমা পদ্ধতিতে পরিণত করা হচ্ছে বলে তিনি মনে করেন এবং এ জন্য তিনি আশঙ্কিত হচ্ছেন। এ ব্রিফ হিস্টরি অব টাইমসের লেখক তার এ সাধারণ অভিযোগে কোন মন্ত্রীর বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। কিন্তু তিনি এনএইচএসকে দুর্বল করার জন্য জোট ও রক্ষণশীলদের ২০১০ থেকে গৃহীত নীতিকে দায়ী করেন। তিনি বলেন, এনএইচএসের এ সঙ্কটের কারণ রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তে অর্থায়ন হ্রাস, সেবাখাতগুলো বেসরকারীকরণ, জুনিয়র ডাক্তারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ এবং শিক্ষার্থী নার্সদের বৃত্তি প্রদান বন্ধ করে দেয়া হয়। অক্ষম ও বয়স্ক লোকদের জন্য বেসরকারীকরণকৃত সামাজিক সেবার ব্যর্থতা এনএইচএসের ওপর অতিরিক্ত চাপ যোগ হয়েছে। হকিং ২১ বছর বয়সে মোটর নিউরোন রোগে আক্রান্ত হন। এ ঘটনা থিওরি অব এভরিথিং চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। রয়্যাল সোসাইটি অব মেডিসিনে তার এ ভাষণ স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্টের দৃষ্টি আকৃষ্ট করবে। তিনি এ সপ্তাহান্তে বলেছেন, হাসপাতালগুলোতে স্টাফ স্বল্পতার কারণে প্রতিবছর ১১ হাজার রোগী মারা যায়। হকিং বলবেন, হান্ট উদ্ধৃত ৮টি সমীক্ষার মধ্যে ৪টি খুব একটা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়নি এবং সে কারণে তিনি ১৩টি সমীক্ষা উপেক্ষা করেছেন। সমীক্ষাগুলো তার বিবৃতিবিরোধী। এনএইচএসকে বেসরকারীকরণের সমালোচনা করে হকিং বলবেন, ইংল্যান্ডের হাসপাতালে দীর্ঘ সময় ধরে চলে আসা স্টাফ স্বল্পতা দূর করার জন্য অস্থায়ীভাবে স্টাফ নিয়োগে প্রতিবছর ব্যয় হয় ২শ’ ৯০ কোটি পাউন্ড। হকিং বলবেন, তার আশঙ্কা রয়েছে, বেসরকারী প্রতিষ্ঠানগুলো এনএইচএসের রোগীদের চিকিৎসায় এমন একটা বৃহৎ ভূমিকা রাখছে যা অর্থায়ন নীতিকে নস্যাত করে দিচ্ছে এবং মার্কিন স্বাস্থ্যসেবার মতো ব্যবস্থার সূচনা হচ্ছে। তিনি বলবেন, ধনীদের জন্য সর্বোৎকৃষ্ট চিকিৎসা এবং অবশিষ্টদের জন্য অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থা এ দু’ধরনের ব্যবস্থা অবশ্য রোধ করব আমরা। আন্তর্জাতিক তুলনামূলক চিত্রে দেখা যায়, সুষ্ঠু স্বাস্থ্যসেবা দেয়ার সবচেয়ে দক্ষ উপায় হচ্ছে সরকারীভাবে অর্থায়িত ও সরকারীভাবে পরিচালিত ব্যবস্থা। তিনি এও বলবেন, রাজনীতিবিদদের এনএইচএসকে রক্ষার জন্য এবং প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নেয়ার জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করার প্রয়োজন রয়েছে। বয়স্ক লোকদের ও ক্রমবর্ধমান জনসংখ্যার চিকিৎসায় ব্যয় অত্যন্ত বেড়ে গেছে বলে সরকার যে দাবি করছে তা তিনি প্রত্যাখ্যান করবেন।
×