ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই অনেকে বিচারপতি,প্রধান বিচারপতি হতে পেরেছেন॥ হানিফ

প্রকাশিত: ০৮:২১, ১৯ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই অনেকে বিচারপতি,প্রধান বিচারপতি হতে পেরেছেন॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাঙালী বীরের জাতি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই জাতিকে জোর করে কিছু চাপিয়ে দেয়ার ক্ষমতা কারও নাই। এটা বার বার প্রমাণ হয়েছে। কেউ যদি অন্যায় কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে জনগণ সেটা রুখে দেবে। শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ আরও বলেন, হঠাৎ করেই আমরা দেখলাম ষোড়শ সংশোধনী বাতিল করলেন আমাদের উচ্চ আদালত। কি অজুহাত? ষোড়শ সংশোধনীতে ছিল- বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে। সেই ব্যবস্থা বাতিল করে দিয়ে সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল, যা ১৯৭৭ সালে খুনী জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গঠন করেছিলেন, সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। আমি অবাক হয়ে যাই। বিচার ব্যবস্থা ও বিচারকদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, শ্রদ্ধা রাখতে চাই। কিন্তু তাদের কর্মকা-ই তাদের বিতর্কিত করে দিচ্ছে বলে জাতি মনে করছে। রায়ে স্বাধীনতার ইতিহাস টেনে আনা হয়েছে জানিয়ে হানিফ বলেন, আপনাদের মনে রাখা উচিত বঙ্গবন্ধুর নেতৃত্বে সত্তরের নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তার নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই- আপনারা বিচারপতি, প্রধান বিচারপতি হতে পেরেছেন। বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে এই পর্যায়ে যাওয়ার কোন সুযোগ ছিল না। আপনারা বলছেন জাতীয় সংসদ নাকি অপরিপক্ব। আপনারা এটা কি উদ্দেশে বলেছেন? এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সংসদ সদস্য জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি। সেই সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি। সংসদ যদি অপরিপক্ব হয় তাহলে কি রাষ্ট্রপতিও অপরিপক্ব? তা যদি হয় তাহলে আপনাদের অবস্থান কোথায় থাকে? কাজেই দয়া করে কথাবার্তা ভেবেচিন্তে বলুন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
×