ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছেন সিনহা ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:১৬, ১৯ আগস্ট ২০১৭

সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছেন সিনহা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার বিচার বিভাগকে করায়ত্তের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের শরিক দল এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দেশে সাহসী মানুষের যথেষ্ট অভাব রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বলা কঠিন ও অনেক সাহসের ব্যাপার। সেই সাহস দেখিয়েছেন প্রধান বিচারপতি। আর বিচার বিভাগ দেশের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও সরকারের সঙ্গে এমন আচরণ করা আসলেই সাহসের ব্যাপার। তবে সর্বোচ্চ আদালতের রায় যখন কোন রাজনৈতিক দলের বিপক্ষে যায় তখন তারা সংক্ষুব্ধ হতে পারে। কিন্তু সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, তা ইতিহাসে নজিরবিহীন। ফখরুল বলেন, সরকার সারাদেশের মানুষকে জানিয়ে জোর করে রায় নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে। তাই এখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার দেশে সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে অভিযোগ করে তিনি বলেন সরকার এখন ইচ্ছে করেই সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। রায়ের বিরুদ্ধে সরকারী দলের আন্দোলনের নজির নেই-মওদুদ উচ্চতর আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারী দল আন্দোলন করে পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোন নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, সরকারী দল এই রায়কে গ্রহণ করতে পারেনি। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। বিরোধী দলের ক্ষোভ থাকতে পারে যে তারা বিচার পায় না। কিন্তু সরকারী দল যখন বলে তারা সুবিচার পাচ্ছে না তখন উচ্চ আদালতের মর্যাদা কোথায় থাকে? তিনি বলেন, সরকারী দল এত দিন বলে এসেছে বিচার বিভাগ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করে আসছে। কিন্তু ষোড়শ সংশোধনীর ওপর রায় দেয়ার পর তারা বিচার বিভাগকে বিশ্বাস করে না, এটাই প্রমাণ করেছে। আয়োজক সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জয়নুল আবেদীন, এনডিপি চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী ও শাখাওয়াত হোসেন খান প্রমুখ। নির্বাচনকালে মাঠে সেনাবাহিনী নিয়োগের দাবি হাফিজের নির্বাচনকালে মাঠে সেনাবাহিনী নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন। দুপুরে ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে কল্যাণপার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
×