ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এয়ারপোর্ট রোড থেকে বনসাই না সরানোয় ক্ষোভ বাড়ছে

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ আগস্ট ২০১৭

এয়ারপোর্ট রোড থেকে বনসাই না সরানোয় ক্ষোভ বাড়ছে

এয়ারপোর্ট রোড থেকে বনসাই বৃক্ষ না সরানোয় পরিবেশবাদী ও সৌন্দর্যবিদরা ক্ষোভ প্রকাশ করেছেন। অতি মূল্যায়নের মাধ্যমে অধিক মুনাফা তুলতেই ওই বৃক্ষ আনা হয়েছে বলে মনে করেন তারা। দেশের বৃক্ষ সম্ভারের ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে তারা দেশী গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ব্যাপক সমালোচনার পরও দেশের প্রধান সড়ক এয়ারপোর্ট রোড থেকে এখনও বিদেশী বনসাই সরিয়ে না নেয়ায় উদ্ভিদবিদ ও সৌন্দর্যবিদরা ক্ষুব্ধ। এগুলো সরিয়ে দেশী বৃক্ষ লাগানোর জোর দাবি জানিয়ে আসছেন তারা। সম্প্রতি এই সড়কের একটু দূরেই আরও অন্তত অর্ধশত বনসাই রাখায় তারা চিন্তিত হয়ে পড়েছেন। দশ বছর ধরে বিজ্ঞাপনের অর্থ উত্তোলনের শর্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এয়ারপোর্ট রোডে নিজস্ব অর্থায়নে সৌন্দর্যবর্ধনের কাজ করছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। পাঁচশ বনসাইসহ মোট সাড়ে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা ছিলো তাদের। প্রকল্প অতিমূল্যায়ন করে অধিক মুনাফা তুলতেই বিদেশ থেকে বনসাই আনা হয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। তবে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও আবিদ মনসুর বলছেন, এ পর্যন্ত দেড় লাখ দেশি গাছ লাগানো হয়েছে। বনসাইগুলোও প্রতিস্থাপন করেছে তারা। স্টাফ রিপোর্টার
×