ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরায় ভাড়া বাড়িতে চলছে বিআরটিএর কার্যক্রম

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ আগস্ট ২০১৭

উত্তরায় ভাড়া বাড়িতে চলছে বিআরটিএর কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ ভাড়া বাড়ি আর অন্যের জমিতে চলছে বিআরটিএর রাজধানীর উত্তরা কেন্দ্রের কার্যক্রম। এ কার্যালয়ে প্রতিদিন কয়েকশ লোক আসেন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ ও নিবন্ধনের জন্য। পর্যাপ্ত জায়গার অভাবে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে, চলমান সমস্যা দূর করতে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ২০১৫ সালে বিআরটিএর এ কার্যালয়টি চালু হলেও নিজস্ব জায়গা হয়নি আজও। রাজউকের খালি পড়ে থাকা অল্প পরিমাণ জায়গাতেই চলে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং গাড়ি পরীক্ষা-নিরীক্ষা ও পার্কিংসহ সব কার্যক্রম। মাত্র কয়েক ফুট খালি জায়গাতে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হয় হালকা ও ভারি যান এবং মোটর সাইকেল চালকদের। আশপাশে ড্রেনেজ ব্যবস্থা ভাল না হওয়ায় এখানে পানি জমে থাকে প্রায় সারাবছরই। ১০ হাজার হাইড্রোলিক হর্ন ধ্বংস স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ গত এক বছরে প্রায় ১০ হাজার হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে এসব হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়। ঢাকা শহরে রাতের বেলা চলাচলরত বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহনের হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে প্রায়ই সমাজের বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকেও এ বিষয়ে অভিযোগ আসছে। এ লক্ষ্যে নগরবাসী, চালক, মালিক, হর্ন বিক্রেতা, প্রস্তুতকারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে ডিএমপি।
×