ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পানি সংগ্রহ

প্রকাশিত: ০৬:২৭, ১৯ আগস্ট ২০১৭

পানি সংগ্রহ

সিরিয়ার রাকা থেকে আইএস নির্মূলে সরকারী বাহিনীর অভিযানে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় এই শিশু দুটির পরিবার। আশ্রয় নেয় পূর্বাঞ্চলীয় আল শাহাবিয়ার এক শরণার্থী শিবিরে। শিবিরে পানি না থাকায় প্রতিদিন এভাবে খাবার পানি সংগ্রহে যায় এই দুই শিশু। রাকায় সরকারী বাহিনীর অভিযানে বহু পরিবার বাস্তুচ্যুত হয়। ছবিটি সম্প্রতি তোলা। এএফপি বাঘের অঙ্গভঙ্গি মেক্সিকোর ন্যুভ লিওন শহরের লা পাস্তোরা চিড়িয়াখানায় সাত মাস আগে জন্ম নেয় এই রয়েল বেঙ্গল টাইগারটি। জন্মের পর থেকেই এটি চিড়িখানায় আগতদের নানা অঙ্গভঙ্গির মাধ্যমে আনন্দ দিয়ে আসছে। প্রখ্যাত ফরাসী ফুটবলার আঁন্দ্রে পিয়েরে জিনাকের নামের সঙ্গে মিল রেখে এটির নাম রাখা হয়েছে ‘জিনাক’। বাঘটির এই ছবি বুধবার তোলা। এএফপি
×