ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের আলোচনা সভা

প্রকাশিত: ০৬:২৬, ১৯ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের আলোচনা সভা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৭ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন, খামারবাড়ি সড়ক, ফার্মগেটে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মারুফ। আলোচনা অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ মোশারফ হোসেন। সভায় বক্তাগণ জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনাদর্শ ও ১৫ আগস্ট কাল রাতে তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কার্যকলাপ এবং ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এ সময় মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থার প্রধান, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×